নিজস্ব প্রতিনিধি : প্রায় কোনওবারই তাঁর এই দিনে বাড়িতে থাকা হয় না। প্রায় প্রতিবারই ড্রেসিংরুমেই পালন হয় জীবনের এই বিশেষ দিন। আজ, ৭ জুলাই, মহেন্দ্র সিং ধোনির জন্মদিন। ৩৭-এ পা রাখলেন এমএসডি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



মহেন্দ্র সিং ধোনির জন্মদিন মানেই ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে বিশেষ দিন। সেটা আর বলার অপেক্ষা রাখে না। সমর্থকরা এমন দিনে সমবেত কন্ঠে বলে ওঠেন, 'ভাগ্যিস আজকের দিনটা ছিল। ভাগ্যিস আজকের দিনে তিনি জন্মেছিলেন।' দুটো বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি সবই জিতেছেন দেশের হয়ে। সমর্থকরা শুধু কেন, টিম ইন্ডিয়া সংসারের প্রতিটা সদস্যও এক কথায় বলেন, তাঁর মতো কিংবদন্তি ভারতীয় ক্রিকেট আর পায়নি।


আরও পড়ুন-  মহেন্দ্রক্ষণে শৃঙ্গজয় ধোনির


সুরেশ রায়না থেকে বীরেন্দ্র শেহবাগ, এমএসডিকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রাক্তন থেকে বর্তমান প্রত্যেকে। ভারতীয় দল এখন ইংল্যান্ড সফরে। ফলে ধোনির ৩৭তম জন্মদিন সেখানেই পালিত হল। স্ত্রী সাক্ষী ও মেয়ে জিভার পাশাপাশি বিরাট কোহলি, অনুষ্কা শর্মারও উজ্জ্বল উপস্থিতি ছিল এমন স্পেশাল দিনে। কেক কাটলেন, হই-হুল্লোড় করে জন্মদিন পালন করলেন এমএসডি। আর টিম ইন্ডিয়া যেন পালন করল 'ধোনি ডে।' 


আরও পড়ুন-  ভারতকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড