মেসির ব্যর্থতায় চূড়ান্ত সিদ্ধান্ত নিল মালদহের যুবক
কেরলের ছায়া বাংলায়।
নিজস্ব প্রতিনিধি : কেরলের ছায়া এবার বাংলার। দিনু জন-এর পর এবার মনোতোষ হালদার। আরও এক তরতাজা যুবক আত্মহত্যা করলেন আর্জেন্টিনার ব্যর্থতা সহ্য করতে না পেরে। কিছুদিন আগে ক্রোয়েশিয়ার কাছে আর্জেন্টিনার হারের পর থেকেই নিখোঁজ ছিলেন কেরলের দিনু। একদিন বাদে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।
আরও পড়ুন- 'ইগর-ইগর' স্লোগানে গমগম করছে রাশিয়া
বিশ্বকাপ থেকে আর্জেন্টিনা ছিটকে যাওয়ার পর থেকেই হতাশ ছিলেন মালদহের ছাতিয়াগাছি গ্রামের মনোতোষ। রাতেই নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ২০ বছর বয়সী এই আর্জেন্টিনাপ্রেমী। পাড়ার লোকেদের বক্তব্য, ফুটবল অন্ত প্রাণ ছিলেন মনোতোষ। তবে মারাদোনা ও মেসির অন্ধভক্ত এই যুবক যে এমন সিদ্ধান্ত নিতে পারেন তা আন্দাজ পারেননি কেউ। মনোতোষের বাবা বলছিলেন, ''টিভি খুললে ও ফুটবল ছাড়া আর কিছু দেখত না। পাড়ার ছেলেদের সঙ্গে সারাদিন ফুটবল নিয়েই মেতে থাকত। শনিবার রাত থেকই ও প্রচণ্ড হতাশ ছিল। কারও সঙ্গে কথাও বলছিল না। সকালে উঠে আমরা ওকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।''
আরও পড়ুন- বিশ্বকাপে কেন ব্যর্থ মেসি, সামনে এল তথ্য
মনোতোষের মৃত্যুর কারণ ঘিরে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান, মেসিদের বিদায়ের জন্য হতাশা থেকেই এমন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে মালদহের এই যুবক।