নিজস্ব প্রতিবেদন: বিশ্বকাপের মাঝেই দেশে ফিরে আসছেন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। ব্রিস্টলে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ খেলেই তিনি শ্রীলঙ্কায় ফিরে আসছেন। পারিবারিক কারণেই মালিঙ্গাকে দেশে ফিরতে হচ্ছে। শ্রীলঙ্কা ক্রিকেটের এক বিজ্ঞপ্তি গোটা বিষয়টি নিশ্চিত করেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টুইটারে শ্রীলঙ্কা ক্রিকেটের তরফে জানানো হয়, "বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ খেলেই আজ দেশে ফিরে যাবেন লাসিথ মালিঙ্গা। কারণ তাঁর স্ত্রীর মা প্রয়াত হয়েছেন। আশা করা হচ্ছে যে শ্রীলঙ্কার পরের বিশ্বকাপের ম্যাচের আগেই তিনি দলের সঙ্গে যোগ দেবেন। ১৫ জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কার পরের ম্যাচ।"



ব্রিস্টলে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ খেলেই মঙ্গলবার কলোম্বো উড়ে যাবেন লঙ্কান পেসার। ১৫ জুন ওভালে শ্রীলঙ্কার পরবর্তী ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে মাঠে নামার আগেই শ্রীলঙ্কার বিশ্বকাপ দলের সঙ্গে যোগ দেবেন মালিঙ্গা এমনটাই আশা করা হচ্ছে।  


আরও পড়ুন - ICC World Cup 2019: চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন শিখর ধাওয়ান