নিজস্ব প্রতিবেদন : সোমবার স্ট্যামফোর্ড ব্রিজে এফএ কাপের শেষ ষোলোয় চেলসির মুখোমুখি হয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে চেলসি এগিয়ে থাকলেও অনেক বেশি আক্রমণে জোর ছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। আর সেই সুবাদেই বিরতির আগে ২-০ গোলে এগিয়ে যায় ম্যান ইউ। ৩১ মিনিটে বাঁ দিক থেকে পল পোগবার ক্রস থেকে হেডে গোল করে ইউনাইটেডকে এগিয়ে দেন স্প্যানিশ মিডফিল্ডার আন্দের এররেরা।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৪৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পগবা। ডান দিক থেকে মার্কাস র‌্যাশফোর্ডের ক্রসে গোল করে যান বিশ্বকাপজয়ী ফরাসি তারকা। দ্বিতীয়ার্ধে বেশিরভাগ সময় বল নিজেদের দখলে রেখে আক্রমণ চালাতে থাকে চেলসি। কিন্তু সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি এডেন হ্যাজার্ড- হিগুয়াইনরা। ওলে গানার সোলজায়ারের কোচিংয়ে সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচে অপরাজিত থাকার পর গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির কাছে হেরে বসে ম্যান ইউ। ব্লুজদের হারিয়ে আবার ছন্দে ফিরল রেড ডেভিলসরা। শেষ আটে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। গতবার এফএ কাপের ফাইনালে এই চেলসির কাছে হেরেছিল তারা। এবার তাদেরকে হারিয়েই এফএ কাপের শেষ আটে ইউনাইটেড।


আরও পড়ুন - আই লিগকে বাঁচাতে একজোট ইস্টবেঙ্গল-মোহনবাগান সহ আট ক্লাব