ওয়েব ডেস্ক: গোল পার্থক্যে চেলসিকে টপকে আপাতত ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে  ম্যাঞ্চেষ্টার সিটি। পেপ গুয়ার্দিওলা জমানায় এখনও পর্যন্ত একশো শতাংশ ম্যাচ জেতার রেকর্ড বজায় রাখল সিটি। রবিবার রাতে ওয়েস্ট হ্যামকে ৩-১ গোলে হারাল গুয়ার্দিওলার দল। ম্যাচের কুড়ি মিনিটের মধ্যে দুগোলে এগিয়ে যায় সিটি। সেই সময় দাপট দেখাচ্ছিলেন সিটির ফুটবলাররা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন জেনেই হোক অথবা না জেনেই, নীল আলো শহরে বসানোর জন্য ধন্যবাদ দিতে চাই মুখ্যমন্ত্রীকে


রাহেম স্টার্লিং ও ফার্নান্ডিনহোর গোলে এগিয়ে যায় এবার ইপিএল জেতার অন্যতম দাবিদাররা। বিরতির পর একটা গোল করে ম্যাচে ফেরে ওয়েস্ট হ্যাম। ইনজুরি টাইমে স্টার্লিংয়ের দ্বিতীয় গোলে সিটির জয় নিশ্চিত হয়। লিগের জয়ের হ্যাটট্রিক করলেন আগুয়েরোরা।


আরও পড়ুন  যাঁর জন্মদিনে ১৩০ কোটির দেশের আজ ক্রীড়াদিবস, তাঁকেই জানবেন না?