জি ২৪ ঘণ্টা ডিজিটাস ব্যুরো: শ্য়ুটিং থেকে ব্রেক নিয়ে গ্ল্যামারের দুনিয়ায় পা রেখেছিলেন মনু ভাকের (Manu Bhaker Ramp Walk)। ল্য়াকমে ফ্য়াশন উইকে (Lakme Fashion Week) মার্জার সরণি মাতিয়ে দিয়েছিলেন জোড়া অলিম্পিক্স পদকজয়ী! সুন্দরী শ্য়ুটার যে বলিউডের কোনও নায়িকার চেয়ে কোনও অংশে কম নন, সে পরিচয় তিনি আগেই দিয়েছেন। ব্ল্য়াক লেদার টপ-স্কার্টের সঙ্গে তিনি সবুজ রঙের শ্রাগ জড়িয়ে ছিলেন কাঁধে। র‌্যাম্প ওয়াকে রীতিমতো মোহময়ীও দেখাচ্ছিল তাঁকে! তবে মনু কেন মার্জার সরণিতে!‌ এই মর্মেই প্রশ্ন তুলেছেন অনেকে। আর এবারও ছেড়ে কথা বললেন না মনু। যাঁরা কটাক্ষ করেছেন, তাঁদের বুলির গুলিতেই ওড়ালেন...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: পার্টিতেও যাচ্ছেন পদক ঝুলিয়ে! বেশ করেছি উত্তর মনুর ...
 
মনু মার্জার সরণি কাঁপিয়ে, এক্স হ্য়ান্ডেলে র‌্যাম্প ওয়াকের ভিডিয়ো পোস্ট করে লিখেছিলেন, 'শ্যুটিং লেন থেকে ফ্যাশন র‌্যাম্পে হাঁটা, এটা আমার জন্য একটা বিরতি মাত্র। আমি এটা পছন্দ করেছি। স্বাভাবিক বিষয়ই বিরক্তিকর।' এবার নেটপাড়ায় ঝড় তুলে মনু লেখেন, 'বাহ, কিছু ভালো শব্দের জন্য আপনাদের ধন্যবাদ। এছাড়াও বেশ কিছু বিদ্বেষ আমি দেখলাম। আমি শুধু বলতে চেয়েছিলাম, নিজেকে কোনও কিছুর মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, জীবনকে বড় করুন, আপনার কেরিয়ার উজ্জ্বল করুন এবং আপনার বাবা-মাকে গর্বিত করুন। যারা ভালোবাসার তারা ভালোবাসবে, যারা ঘৃণা করার ঘৃণা করবে। আপনার মনোবল উপরে রাখুন এবং আপনার নিজস্ব স্টাইলে, আপনার নিজস্ব উপায়ে তা তৈরি করুন। কোনও কিছুর শর্টকাট নেই, তবে কেন সহজ জিনিস করবেন, যখন ভগবান আপনাকে কঠিন কিছু করার শক্তি দিয়েছে, চিয়ার্স'




প্যারিস অলিম্পিক্সে আগুনে পারফর্ম করে সব আলো একাই কেড়ে নিয়েছিলেন মনু। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্যক্তিগত দক্ষতায় ব্রোঞ্জ জেতার পাশাপাশি, তিনি ১০ মিটার এয়ার পিস্তলের মিশ্র দলগত ইভেন্টেও ব্রোঞ্জ জিতেছেন সরবজ্যোত সিংয়ের সঙ্গে । তবে ২৫ মিটার পিস্তলের ফাইনালে তাঁর অল্পের জন্য় পদক ছাড়া হয়। দেশের কৃতী মেয়ে প্যারিস থেকে ভারতে ফেরার পরই অজস্র ইভেন্ট ও অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সর্বত্র তাঁর গলায় ঝুলতে দেখা গিয়েছে সেই জোড়া পদক। সেই নিয়েও অনেকে প্রশ্ন তুলেছিলেন। মনু প্রথম ভারতীয় হিসেবে এক অলিম্পিক্সে জোড়া পদক পাওয়ার নজির গড়েছেন মনু। পিভি সিন্ধুর পর দ্বিতীয় ভারতীয় মহিলা হিসেবে জোড়া অলিম্পিক্স পদক জিতলেন তিনি। স্বাধীন ভারতে এই নজির আর কোনও ক্রীড়াবিদের নেই। ১৯০০ সালে নর্মান প্রিচার্ড অ্যাথলেটিক্সে ২টি রুপো জিতেছিলেন। তাঁর ইভেন্ট ছিল ২০০ মিটার স্প্রিন্ট ও ২০০ মিটার হার্ডল। মনুর জোড়া পদকই বন্দুক চালিয়ে। নর্ম্যান প্রিচার্ড, সুশীল কুমার, পিভি সিন্ধু ও নীরজ চোপড়ার সঙ্গে মনুও ভারতের একাধিক অলিম্পিক্স পদকজয়ী ক্রীড়াবিদ। নেটপাড়ায় তাঁর এই উত্তর সকলের হৃদয় জয়ে করে নিয়েছে।


আরও পড়ুন: সম্পত্তিতে কোহলিকে মাত জাদেজার! 'রাজকীয়' কারণেই প্রাক্তন এখন দেশের ধনীতম ক্রিকেটার
 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)