নিজস্ব প্রতিবেদন: বান্ধবীকে ধর্ষণ ও মারধরের অভিযোগে গ্রেফতার ম্যাসন গ্রিনউড (Mason Greenwood)। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) ২০ বছরের এই ফুটবলারকে নির্বাসিত করার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। গ্রিনউডের বান্ধবী হ্যারিয়েট রবসন সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও পোস্ট করেন। এরপরই নড়েচড়ে বসে গ্রিনউডকে গ্রেফতার করে ম্যাঞ্চেস্টারের পুলিস (Manchester Police)। এ দিকে এমন ঘটনায় জড়িয়ে থাকার জন্য তরুণ ও বিতর্কিত গ্রিনউডকে সোশ্যাল মিডিয়াতে 'আনফলো' করতে শুরু করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও 'রেড ডেভিলস'-এর একাধিক ফুটবলার।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যদিও ম্যাঞ্চেস্টারের পুলিসের তরফ থেকে গ্রিনউডের নাম নেওয়া হয়নি। বলা হয়েছে, 'পুরো ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এক মহিলার অভিযোগের ভিত্তিতেই আমরা ২০ বছরের একজনকে গ্রেফতার করেছি।'   



গ্রিনউডের এমন নক্কারজনক কান্ড মেনে নিতে পারেনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ক্লাবের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়, 'অনির্দিষ্টকালের জন্য গ্রিনউডকে নির্বাসিত করা হল। ম্যাঞ্চেস্টারের ট্রেনিং গ্রাউন্ড কিংবা ম্যাচে গ্রিনউডকে ঢুকতে দেওয়া হবে না। কারণ কোনও রকম হিংসাকে ক্লাব সমর্থন করে না।' 


আরও পড়ুন: Kiyan Nassiri: ISL 2021-22: ‘বিস্ময় বালক’ কিয়ানের বৈচিত্রে মজে রয়েছেন প্রাক্তন কোচ KIbu Vicuna


আরও পড়ুন: ২১তম গ্র্যান্ডস্ল্যাম জয়ের পর Rafael Nadal-কে শুভেচ্ছা জানালেন Federer, Djokovic



রবিবার হ্যারিয়েট রবসন ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও পোস্ট করে তারকা ফুটবলারের বিরুদ্ধে শারীরিক ও যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ তোলেন। সোশ্যাল মিডিয়ার যুগে ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যাচ্ছে হ্যারিয়েটের ঠোঁটে, চোখের কোণ, উরুতে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সেই ভিডিও দেখার পরেই পদক্ষেপ নেয় পুলিস।  



'রেড ডেভিলস'-এর জার্সি গায়ে ২৪ ম্যাচে ৬ গোল করেছেন গ্রিনউড। সঙ্গে রয়েছে ২টো অ্যাসিস্ট। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অ্যাকাডেমি থেকেই তাঁর উত্থান। জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ১টা ম্যাচ খেলেছেন গ্রিনউড। তবে এই ঘটনা নিয়ে এখনও মন্তব্য করেননি ২০ বছরের এই ফুটবলার। 


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App