লকডাউনে ক্রিকেটার হয়ে গেলেন `শেফ`! দেখুন ভিডিয়ো
এদিকে পাল্লা দিয়ে দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আর তাই অনেকেই বলছেন, লকডাউনের মেয়াদ বাড়তে পারে।
নিজস্ব প্রতিবেদন: বর্তমানে সাধারণ মানুষ থেকে সেলেব্রিটি, প্রত্যেকেই গৃহবন্দি। সবে দিন দশেক পার হয়েছে। এখনও ১১ দিন থাকতে হবে বন্দিদশায়। আর এতেই যেন হাঁফিয়ে উঠেছেন আমজনতা। তবে এই সময় সবাই কিছু না কিছু করে সময় কাটানোর চেষ্টা করছেন। কেউ ছবি আঁকছেন। কেউ আবার সুস্বাদু রান্না করে মন ভাল রাখছেন। কেউ কেউ আবার প্রিয় মানুষের সঙ্গে ব্যক্তিগত সময় কাটাচ্ছেন। টিম ইন্ডিয়ার ওপেনার মায়াঙ্ক আগরওয়াল হয়ে গেলেন পাক্কা শেফ!
মায়াঙ্কের ব্যাটিং স্কিল আপনারা দেখেছেন। এবার দেখতে পাবেন তাঁর রান্নার স্কিল। ঘুরে আসুন মায়াঙ্কের রান্নাঘরে ...
বিসিসিআই টিভি এই ভিডিয়োটি পোস্ট করেছে। যেখানে বাটার গার্লিক মাশরুম-রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছেন মায়াঙ্ক আগরওয়াল, এক্কেবারে পাক্কা শেফের মতো।
এদিকে পাল্লা দিয়ে দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আর তাই অনেকেই বলছেন, লকডাউনের মেয়াদ বাড়তে পারে। হয়তো গোটা এপ্রিল মাসটাই থাকতে হবে হোম কোয়ারেন্টাইনে।
আরও পড়ুন -ভারতের বিশ্বকাপ জয় নিয়ে রবি শাস্ত্রীর টুইট, পাল্টা টুইটে শাস্ত্রীকে ধুয়ে দিলেন যুবি