রেকর্ড ভেঙে সোনা জিতলেন ১০৫-এর ঠাকুমা, কে এই রামবাঈ?
বরোদায় এই প্রতিযোগিতার আয়োজন করে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া। এর আগের রেকর্ড ছিল মান কৌরের দখলে। ১০১ বছর বয়সে ওয়ার্ল্ড মাস্টার্স জেতেন মান কৌর। মান কৌরের ৭৪ সেকেন্ডে জেতার রেকর্ড ভাংলেন রামবাই। মান কৌর ২০১৭ সালে এই রেকর্ড করেন। পাঁচ বছরের মধ্যেই তাঁর এই রেকর্ড ভাংলেন রামবাঈ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৪৬ সেকেন্ডেরও কম সময়ে ইতিহাস লিখলেন হরিয়ানার চরখি দাদরি এলাকার কদমার রামবাঈ। তাঁর বয়স ১০৫। ভারতীয় অ্যাথলেটিক্সের রেকর্ডে ঝড় তুলে তিনি ৪৫.৪০ সেকেন্ডে ১০০ মিটার দৌড় শেষ করেন। বরোদায় জাতীয় ওপেন মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন তিনি।
বরোদায় এই প্রতিযোগিতার আয়োজন করে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া। এর আগের রেকর্ড ছিল মান কৌরের দখলে। ১০১ বছর বয়সে ওয়ার্ল্ড মাস্টার্স জেতেন মান কৌর। মান কৌরের ৭৪ সেকেন্ডে জেতার রেকর্ড ভাংলেন রামবাই। মান কৌর ২০১৭ সালে এই রেকর্ড করেন। পাঁচ বছরের মধ্যেই তাঁর এই রেকর্ড ভাংলেন রামবাঈ।
বরোদায়, রামবাঈ আরও একটি স্বর্ণপদক জেতেন। তিনি ২০০ মিটার দৌড় জেতেন, এক মিনিট ৫২.১৭ সেকেন্ডে।
২০২১ সালে প্রথমবার অ্যাথলেটিক্সে পদক জেতেন রামবাঈ। এর পরে, তার নাতনি তাকে বদলাপুর, নেপাল এবং বরোদায় নিয়ে যান গাড়ি চালিয়ে। এছাড়াও ট্রেনে কেরালা এবং ব্যাঙ্গালোরে যান তাঁরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য।
আরও পড়ুন: India vs England: এজবাস্টনে তৃতীয় দিনের শেষে ২৫৭ রানের লিড নিল ভারত
নিজের খাদ্যাভ্যাস সম্পর্কে বিশেষভাবে সচেতন রামবাঈ ভাত খুব বেশি পছন্দ করেন না। বাজরার রুটি পছন্দ করেন তিনি। এছাড়াও তার প্রতিদিন প্রায় ৫০০ গ্রাম দই, এক লিটার দুধ এবং প্রায় ২৫০ গ্রাম ঘি খান। এছাড়াও, প্রতিদিন নিয়ম করে প্রায় তিন থেকে চার কিলোমিটার দৌড়ান রামবাঈ।