নিজস্ব প্রতিবেদন:  দুই দশকের সম্পর্কের ইতি। বার্সা ছাড়তে চান লিওনেল মেসি। কাতালান ক্লাবকে ফ্যাক্স করে চুক্তিভঙ্গ করার ইচ্ছাপ্রকাশ আর্জেন্টিনিয় তারকা লিওনেল মেসি।  ২০২১ সাল পর্যন্ত চুক্তি থাকলেও তা খারিজ করে মুক্ত করে দেওয়ার দাবি মেসির। ফ্রি ফুটবলার হিসেবে অন্য ক্লাবে যোগ দিতে চান এলএমটেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


গত মরশুমটা একেবারেই ভাল যায়নি বার্সেলোনার। ট্রফিহীন থাকতে হয়েছে গোটা মরশুম। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্নের কাছে ২-৮ গোলে লজ্জার হার হেরে মরশুম শেষ করতে হয় মেসিদের। তারপর থেকেই এলএমটেনের বার্সা ছাড়া নিয়ে জল্পনা। শোনা যাচ্ছে।  নতুন কোচ কোম্যানের সঙ্গেও কথা ফলপ্রসূ হয়নি এলএমটেন-এর। তারপরই প্রিয় ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন মেসি।



রবিবার ক্লাবের করোনা টেস্টের সময়ও হাজির ছিলেন না তিনি। সোমবার অনুপস্থিত ছিলেন অনুশীলনেও। তারপরই মঙ্গলবার ক্লাবকে চুক্তিভঙ্গের কথা জানিয়ে ফ্যাক্স করেন তিনি।
মেসির ক্লাব ছাড়ার ঘোষণার পরই অগ্নিগর্ভ বার্সেলোনা। ন্যু ক্যাম্পে ক্লাব অফিসের বাইরে বিক্ষোভ দেখান মেসি ভক্তরা। ক্লাব সভাপতির পদত্যাগও দাবি করেন ক্ষুব্ধ সমর্থকরা। সব মিলিয়ে বিশ্ব ফুটবলে আলোড়ন পড়ে যায় এলএমটেনের বার্সা ছাড়ার সিদ্ধান্তে।



আর্জেন্টিনিয় তারকার বার্সা ছাড়ার ঘোষণার পরই আসরে নামে ইউরোপের সেরা ক্লাবেরা। গুয়ার্দিওলার কোচিংয়ে খেলতে ম্যান সিটিতে যোগ দিতে পারেন এলএমটেন। জোর জল্পনা শুরু হয়ে যায় ব্রিটিশ মিডিয়ায়। শোনা যাচ্ছে আর্জেন্টিনিয় তারকার এজেন্টের সঙ্গেও কথা হয়েছে ম্যান ইউ কর্তার। মেসিকে পেতে লড়াইয়ে রয়েছে পিএসজি, জুভেন্টাস, ইন্টার মিলানও।


 


আরও পড়ুন - চ্যাম্পিয়ন্স লিগের সেরা একাদশে বায়ার্নের আধিপত্য, জায়গা হল না মেসি-রোনাল্ডোর