চ্যাম্পিয়ন্স লিগের সেরা একাদশে বায়ার্নের আধিপত্য, জায়গা হল না মেসি-রোনাল্ডোর

এই মরশুমের সেরা একাদশে জায়গা হল না বিশ্ব ফুটবলের অন্যতম দুই সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসির।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Aug 25, 2020, 07:05 PM IST
চ্যাম্পিয়ন্স লিগের সেরা একাদশে বায়ার্নের আধিপত্য, জায়গা হল না মেসি-রোনাল্ডোর
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন: অবাক হওয়ার কিছু নেই!  এমনটা যে হবে তার আন্দাজ আগেই মিলেছিল। কারণ পনের বছর পর মেসি-রোনাল্ডোকে ছাড়াই হয়ে গেল এবারের চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারের লড়াই। আর তাই ইউরোপ সেরার লড়াই শেষে এই মরশুমের সেরা একাদশে জায়গা হল না বিশ্ব ফুটবলের অন্যতম দুই সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসির। প্রত্যাশামতোই প্রথম একাদশে বায়ার্ন ফুটবলারদের আধিপত্য।

লিসবনে মেগা ফিনালেতে পিএসজি-কে ১-০ গোলে হারিয়ে ষষ্ঠবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিয়েছে বায়ার্ন মিউনিখ। Goal.com এর করা সেরা এই মরশুমের চ্যাম্পিয়ন্স লিগের একাদশে মেসি-রোনাল্ডোর জায়গা না হলেও সেরা একাদশে জায়গা করে নিয়েছেন পিএসজি-র ব্রাজিলিয় তারকা নেইমার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রথম এগারোতে আট জন বায়ার্ন মিউনিখের ফুটবলার।

একনজরে দেখে নেওয়া যাক Goal.com বিচারে চ্যাম্পিয়ন্স লিগের সেরা একাদশ-
গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার (বায়ার্ন মিউনিখ)
রাইট ব্যাক: জশুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ)
সেন্টার ব্যাক: ডেভিড আলাবা (বায়ার্ন মিউনিখ),দায়াত ওপামেকানো (আরবি লাইপজিগ)
লেফট ব্যাক :আলফানসো ডেভিস (বায়ার্ন মিউনিখ)
রাইট উইং: সার্জি গেনাব্রি (বায়ার্ন মিউনিখ)
সেন্টার মিডফিল্ডার: থিয়াগো আলকান্তারা (বায়ার্ন মিউনিখ), টমাস মুলার (বায়ার্ন মিউনিখ)
লেফট উইং: নেইমার জুনিয়র (পিএসজি)
স্ট্রাইকার: এর্লিং হালান্ড (বরুশিয়া ডর্টমুন্ড), রবার্ট লেওয়ানডস্কি (বায়ার্ন মিউনিখ)

আরও পড়ুন - ১৩ বছরের কঠোর পরিশ্রমের ফল এই অর্জুন পুরস্কার, বললেন গর্বিত ইশান্ত

.