নিজস্ব প্রতিবেদন : নেহাত একটু মজা করতে চেয়েছিলেন। নাকি খোঁচা! পরিস্থিতি বুঝে মজা করেননি। তাই পাল্টা খেতে হল তাঁকে। এমনিতেই বুধবার ভারতীয় ক্রিকেট সমর্থকদের মন খারাপ। একে তো নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের ব্যাটিং লাইন গুটিয়ে গিয়েছে মাত্র ৯২ রানে। এমন অবস্থায় মাইকেল ভন এলেন মজা করতে! একেবারেই বরদাস্ত করেননি ভারতীয় সমর্থকরা। কাটা ঘায়ে নুনের ছিটা দিতে এসে বিপাকে পড়লেন ভন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  চলে গেলেন ভারত-অস্ট্রেলিয়া ঐতিহাসিক 'টাই' টেস্ট-এর আম্পায়ার


নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ একদিনের ম্যাচে ভারতের ইনিংস গুটিয়ে যায় মাত্র ৯২ রানে। সহজ জয় পেয়েছে নিউ জিল্যান্ড। এমন ব্যাটিং বিপর্যয়ে ভারত শেষ কবে পড়েছে অনেকেই মনে করতে পারছিলেন না। এমনকী মাইকেল ভনও এতে অবাক। তবে ব্যাপারটাকে যেভাবে বলতে এলেন তিনি সেটাকে হয়তো খোঁচা দেওয়াই বলে! টুইটারে ভন লিখলেন,  ''মাত্র ৯২ রানে অলআউট!...এই সময়ে কোনও দল ১০০ রানের নিচে গুটিয়ে যেতে পারে! ঠিক বিশ্বাস হচ্ছে না।" ব্যস, এর পরই তাঁকে পাল্টা দিতে আসরে নামে ভারতীয় ক্রিকেট সমাজ। 



আরও পড়ুন-  এমন হাস্যকর রান-আউট ক্রিকেট ইতিহাসে বেশি নেই, বিগ ব্যাশে আবার এক কাণ্ড!


এই তো গত সপ্তাহের ঘটনা। ব্রিজটাউনে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৭৭ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড। ভনকে সেটাই মনে করিয়ে দিলেন ভারতীয়রা। একজন সমর্থক জবাব দিলেন, "এই সময় দাঁড়িয়ে কোনও দল টেস্টে ৭৭ রানে অলআউট হতে পারে! এটাও বিশ্বাস হয় না।'' পূর্ণশক্তির ইংল্যান্ড ৭৭ রানে গুটিয়েছে র‌্যাঙ্কিংয়ে আট নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে...। এটাও বিশ্বাস করা যায় না। ভারতীয় দল বিরাট ও ধোনিকে ছাড়া খেলেছে। কিন্তু ইংল্যান্ড দল তো পূর্ণ শক্তিতেই ছিল!'' আরেকজন সমর্থক আরও এক পা এগিয়ে লিখলেন, "ইংল্যান্ড দল (যাঁরা আবার কি না ক্রিকেট খেলার জনক) মাত্র ৭৭ রানে গুটিয়ে গেছে...তাও  আবার টেস্টে...বিশ্বাস হয় না।''