নিজস্ব প্রতিবেদন:  শনিবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের কাছে হারের ধাক্কা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া কিং খানের নাইট ব্রিগেড। অন্যদিকে হায়দরাবাদও আইপিএলে তাদের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরেছে। শনিবার আবুধাবিতে তাই এবারের আইপিএলে প্রথম জয়ের খোঁজে কলকাতা ও হায়দরাবাদ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


পয়েন্ট টেবিলে সাত নম্বরে রয়েছে SRH আর আট নম্বরে  KKR। একদিকে আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, সুনীল নারিন, শুভমন গিল, ইয়ন মর্গ্যানরা তো রয়েছেনই। অন্যদিকে ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, মনীশ পান্ডের মতো ক্রিকেটারদের নিয়ে গড়া হায়দরাবাদ। তাই শক্তির বিচারে দুই দল একই জায়গায়। হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ের অপেক্ষা। সাত বনাম আটের লড়াইয়ে যে জিতবে পয়েন্ট টেবিলে তারাই এগিয়ে যাবে।


 



 



আগের ম্যাচে একেবারেই ছন্দে ছিলেন না কামিন্স- রাসেলরা। প্রথম ম্যাচে রান পাননি ডেভিড ওয়ার্নারও। প্রথম ম্যাচের সব ভুলত্রুটি শুধরে তাই দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াতে মরিয়া সব পক্ষ।


 


আরও পড়ুন - গাভাসকরের অশালীন মন্তব্যের কড়া জবাব দিলেন অনুষ্কা শর্মা