ওয়েব ডেস্ক: সুপার কাপে খেলতে না চেয়ে সরাসরি ভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি পাঠায় সদ্য আই লিগ জয়ী মিনার্ভা পঞ্জাব এফসি। মিনার্ভাকে পাল্টা চিঠি দিয়ে ফেডারেশন নিজেদের অবস্থানও স্পষ্ট করে দিল। যার ফলে কার্যত চাপের মুখেই সুপার কাপ খেলতে মাঠে নামবে ভারতসেরা মিনার্ভা পঞ্জাব এফসি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- মাধ্যমিকের প্রশ্নপত্রে ১০ নম্বরের বিরাট  


সুপার কাপে একটি মাত্র ম্যাচের জন্য দু'মাস দল ধরে রেখে ব্যয় করতে হবে। শুধু তাই নয়, সুপার কাপে খেলতে হলে নিজেদের টাকা খরচ করে হোটেলে থাকতে হবে দলগুলিকে। পাশাপাশি পুরস্কার মূল্য কত, সেবিষয়েও কোনও কিছু স্পষ্ট করেনি এআইএফএফ। সেইসঙ্গে ভুবনেশ্বরের ৪২ ডিগ্রি গরমে খেলা সত্যিই কঠিন। এই সমস্ত বিষয়গুলি তুলে ধরে ফেডারেশনকে চিঠি দিয়ে মিনার্ভার কর্ণধার রঞ্জিত বাজাজ জানিয়ে দেন যে, সুপার কাপে খেলবে না মিনার্ভা পঞ্জাব। 


আরও পড়ুন- টি-টিয়েন্টিতে নজির রাহুলের  


রঞ্জিত বাজাজের চিঠি পাওয়ার পর ফেডারেশন পাল্টা জবাব দেয়। সুপার কাপে না খেললে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারে এআইএফএফ। ফেডারেশনের এই পাল্টা চিঠি পাওয়ার পরই সিদ্ধান্ত বদল করল ভারতসেরা দল। 


খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়