Mirabai Chanu, CWG 2022: সিঙ্গাপুরে সোনা জিতে কমনওয়েলথে কোয়ালিফাই করলেন মীরাবাই
সাত মাস পর খেলায় ফিরেই কামাল করলেন মীরাবাই চানু।
নিজস্ব প্রতিবেদন: গতবছর টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics 2020) ভারতকে প্রথম পদক এনে দিয়েছিলেন মীরাবাঈ চানু (Mirabai Chanu)। ইম্ফলের বছর সাতাশের কন্যা কর্নম মালেশ্বরীর পর ভারতের দ্বিতীয় ভারোত্তোলক হিসেবে অলিম্পিক্সে পদক জিতেছিলেন। মীরাবাইয়ের পরের ডেস্টিনেশন বার্মিংহ্যাম। আসন্ন কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) জন্য কোয়ালিফাই করলেন তিনি।
শুক্রবার সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল কোয়ালিফাইং ইভেন্টে (Singapore International Qualifying Event) সোনা জিতে কমনওয়েলথের টিকিট নিশ্চিত করলেন মীরাবাই। গত ডিসেম্বরে বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেননি মীরাবাই। সাত মাস পর খেলায় ফিরেই কামাল করলেন মীরাবাই।
এদিন ৫৫ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে স্ন্যাচ, ক্লিন এন্ড জার্ক বিভাগে মোট ১৯১ কেজি তুলে শীর্ষস্থানে শেষ করেন তিনি। আগামী ২৮ জুলাই থেকে ৮ অগাস্ট পর্যন্ত বার্মিংহ্যামে চলবে কমনওয়েলথ গেমস। ৪৯ কেজি ও ৫৫ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন মীরাবাই। দেশকে পদক জেতানোর অন্য়তম দাবিদার তিনি।
রিও অলিম্পিক্সে চানুর ওপর ভারতের প্রত্যাশা ছিল। কিন্তু তিনি সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হন। তবে টোকিও তাঁকে খালি হাতে ফেরায়নি। টোকিওতে চানু ৮৪ কেজি ও ৮৭ কেজি সফল ভাবে তুললেও ৮৯ কেজিতে তিনি দ্বিতীয় স্থানে থামেন স্ন্যাচে। অন্যদিকে চিনের হাউ ঝিউ ৯৪ কেজি বিভাগে অলিম্পিক রেকর্ড করেন। ৮৭ কেজি বিভাগে চানু সেরা ব্যক্তিগত রেকর্ড স্পর্শ করেন। ২০১৭ সালে চানু বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৮৭ কেজিতে সোনা জিতেছিলেন।
আরও পড়ুন: Rohit Sharma: এখন সবার আগে রোহিত শর্মা! নিজামের শহরে বিশ্বরেকর্ডে টি-২০ সিংহাসনে 'হিটম্যান'