নিজস্ব প্রতিবেদন:  মাত্র চার বল করেই আমিরশাহি আইপিএল থেকে ছিটকে গিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের অলরাউন্ডার মিচেল মার্শ। আর তাই আমিরশাহি থেকে অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছেন তিনি। এদিকে দেশে ফিরে এক অদ্ভুতুড়ে কাণ্ডের মুখোমুখি হয়েছেন মার্শ। অস্ট্রেলিয়া পৌঁছে দেখেন তাঁর পায়ের স্ক্যান রিপোর্ট উধাও! আমিরশাহি থেকে এখনও ক্রিকেট অস্ট্রেলিয়ার হাতে এসে পৌঁছয়নি মিচেল মার্শের ইনজুরি রিপোর্ট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে গোড়ালিতে চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন মার্শ। এরপর অস্ট্রেলিয়ায় পৌঁছে একটি ভার্চুয়াল প্রেস কনফারেন্সে তিনি জানান, যে তাঁর স্ক্যান রিপোর্ট এর কোনও হদিস পাচ্ছেন না তিনি। এমনকি আইপিএল থেকে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে পাঠানো হয়নি। আমিরশাহিতে করা স্ক্যান রিপোর্টগুলোর কী হল তা বুঝতে পারছেন না ২৮ বছর বয়সী এই অলরাউন্ডার কারণ ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়া এখনও মিচেল মার্শের ইনজুরি রিপোর্ট হাতে পায়নি ফলে এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তিনি।


 


আরও পড়ুন -এবার IPL-এ খেলতে না যেতে পারার আফসোস বাংলাদেশি পেসারের গলায়