ওয়েব ডেস্ক: মোহালি টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে করা ২৮৩ রানের জবাবে ভারত প্রথম ইনিংসে তুলল ৪১৭ রান। লিড ১৩৪ রানের।১৫৬ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পরও ভারত যে প্রথম ইনিংসে শেষ পর্যন্ত ৪১৭ রান তুলল, তার গোটা কৃতিত্বটাই মূলত তিনজনের। রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন এবং জয়ন্ত যাদব। ভারতের এই তিন স্পিনারই ভারতকে বড় রানের লিড এনে দিলেন। ৬ উইকেটে ২৭১ রান নিয়ে মোহালি টেস্টের তৃতীয় দিনে মাঠে নেমেছিলেন অশ্বিন এবং জাদেজা। অশ্বিন এদিন আউট হলেন ৭২ রান করে। আর জাদেজা খেললেন তাঁর টেস্ট কেরিয়ারের সেরা ইনিংস। করলেন ৯০ রান। ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ না দিলে, সেঞ্চুরিটা এদিন রাখাই ছিল তাঁর নামে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন কাঁধে চোট পেয়ে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন এক ভারতীয় ক্রিকেটার!



জাদেজা আউট হওয়ার পর নিজের কেরিয়ারের প্রথম টেস্ট হাফ সেঞ্চুরি করে মাঠ ছাড়েন জয়ন্ত যাদবও। জয়ন্তর অবদান ৫৫ রান। উমেশ যাদব অপরাজিত থাকেন ১২ রান করে। ভারতের হয়ে কোনও টেস্টে ৭, ৮ এবং ৯ নম্বর ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি করলেন এই প্রথম।ইংল্যান্ডের হয়ে ৫ টি উইকেট নিলেন বেন স্টোকস। আর ৪ টি উইকেট নিলেন আদিল রশিদ।


আরও পড়ুন  অশ্বিন-জাদেজার ব্যাটিংয়েই উঠে দাঁড়ালো ভারত