নিজস্ব প্রতিবেদন- ৬ই ডিসেম্বর, ২০০৮। প্রথমবার কলকাতায় এসেছিলেন দিয়েগো আর্মান্দো মারাদোনা। গোটা বাংলার ফুটবপ্রেমীরা কী করবেন বুঝে উঠতে পারেননি সেদিন। হাতের সামনে ফুটবলের রাজপুত্র। মারাদোনার কলকাতায় আসার সেই স্মৃতি এখনও যেন সবার মনে তরতাজা। সেবার মহমেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ২৫শে নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মারাদোনা।  তাঁকে স্মরণ করে রবিবার একই তারিখে ময়দানের মালি এবং মাঠ কর্মীদের কম্বল, মারাদোনার জার্সি ও মাস্ক বিতরণ করা হয় মহমেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে। উপস্থিত ছিলেন আইএফএ সচিব জয়দীপ মুখার্জী, মহমেডানের সভাপতি মহম্মদ আমিরুদ্দিন-সহ অন্য কর্মকর্তারা।


আরও পড়ুন-  কঙ্কালসার ডিফেন্স! আইএসএল-এ হারের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের


এদিকে রবিবারই ১২৩তম আইএফএ শিল্ডের প্রথম দিনে যুবভারতীতে খিদিরপুরের মুখোমুখি হয়েছিল মহমেডান স্পোর্টিং ক্লাব। প্রথম ম্যাচেই খিদিরপুরকে ৪-০ গোলে উড়িয়ে দেয় সাদা-কালো ব্রিগেড। 


মহমেডানের হয়ে এদিন জোড়া গোল করেন ঘানি নিগম। অপর দুটি গোল করেন হীরা মন্ডল ও ফিলিপ আজাহ। ১২ ডিসেম্বর কালিঘাটের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে মহামেডান।