NCA-তে বোলিং শুরু Shami`র, পিঙ্ক টেস্টে ফিরতে মরিয়া ভারতীয় পেসার
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় প্যাট কামিন্সের বলে বাঁ হাতের কবজিতে চোট পান।
নিজস্ব প্রতিবেদন: বেঙ্গালুরুর NCA-তে রিহ্যাবে বোলিং শুরু করলেন ভারতীয় পেসার মহম্মদ শামি। পুরোপুরি সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট থেকে দলে ফিরতে মরিয়া শামি। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দুটি টেস্টের ভারতীয় দল ঘোষণা এখনও হয়নি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় প্যাট কামিন্সের বলে বাঁ হাতের কবজিতে চোট পান। চিড় ধরায় আর অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে খেলতে পারেননি। দেশে ফিরে এসে রিহ্যাব শুরু করেন। শামির পোস্ট করা ভিডিয়োটিতে দেখা গিয়েছে, স্বাভাবিকভাবেই বাঁ হাত তুলতে পারছেন ভারতীয় পেসার। যদিও বল করছেন আস্তে।
ভারতীয় বোর্ডের এক কর্তা সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, "শামির হাত এখনও অনেকটা ঠিক আছে। কয়েক দিন নেটে হালকা বোলিং করবে। তবে সব শক্তি এখন প্রয়োগ করতে পারছে না। ৫০ থেকে ৬০ শতাংশ শক্তি প্রয়োগ করতে পারছে। অনেক দিন মাঠের বাইরে শামি। আস্তে আস্তে চাপ বাড়ানো হবে। সব কিছু ঠিকঠাক থাকলে তৃতীয় টেস্ট (ইংল্যান্ডের বিরুদ্ধে) থেকে শামির দলে ফেরার সম্ভাবনা থাকছে।"
আরও পড়ুন- Root'কে নিয়ে বিগ-বি'র পাঁচ বছরের পুরনো টুইট তুলে ধরে খোঁচা দিলেন Flintoff
আহমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট শুরু ২৪ ফেব্রুয়ারি। দিন-রাতের সেই টেস্টে খেলতে মরিয়া শামি। ভারতীয় দলে ফিরতে তাই এনসিএ-তে অনুশীলন শুরু করেছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দুটি টেস্টের দল ঘোষণা এখনও করেননি নির্বাচকরা।
আরও পড়ুন- লি-সানিয়াদের হাতেখড়ি যাঁর হাতে, প্রয়াত সেই Akhtar Ali