জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইএসএলে জয়ের ধারা অব্যাহত মোহবাগানের।  যুবভারতীর পর গুয়াহাটি। অ্যাওয়ে ম্যাচ থেকে তিন পয়েন্টই ঘরে তুললেন  মনবীর-লিস্টনরা। ফের পরাস্ত নর্থ-ইস্ট ইউনাইটেড। ম্যাচের ফল ২-০।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  EXPLAINED | ICC WTC Final: অ্যাডিলেডে হেরে শীর্ষস্থান খোয়াল ভারত! ফাইনালের টিকিট কি আদৌ পাবেন রোহিতরা?


কার্ড সমস্যার দলে ছিলেন দুই নির্ভরযোগ্য ডিফেন্ডার রডরিগেজ এবং শুভাশিস বসু। শুভাশিষ আবার দলের অধিনায়কও। তাঁদের পরিবর্তে  দীপেন্দু বিশ্বাস এবং আশিক কুরুনিয়ন নামিয়েছিলেন মোহনবাগান কোচ হোসে মোলিনা। তবে ম্যাচের শুরুতে থেকে গোলের জন্য ঝাঁপিয়েছিলেন দিমিত্রি পেত্রাতোসরা।  প্রথমার্ধে বেশ কয়েকটি গোলের সম্ভাবনা তৈরি করেছিল মোহনবাগান। এগিয়ে যাওয়ার সুযোগ ছিল নর্থ-ইস্টের কাছেও। কিন্তু প্রথমার্ধে কোনও গোল করতে পারেনি কোনও দলই। 


দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন  মনবীর সিং। ঠের ডান প্রান্ত থেকে উঠে আসা বল ধরে গোল করে লক্ষ্য শট নিয়েছিলেন তিনি। গুরমিতকে বোকা বানিয়ে সোজা জালে জড়িয়ে যায় বল। প্রথম গোলের ৭ মিনিটের মাথায় ফের দ্বিতীয় গোললিস্টন কোলাসোর। এবারও সেই জোরালো শটেই। এরপর ম্যাচের শেষের দিকে গোলের মরিয়া চেষ্টা চালাচ্ছিল নর্থ-ইস্টও। বেশ কয়েকটি সেভ করতে হয় বিশাল কাইথকে। 


আরও পড়ুন:  India vs Australia Pink-Ball Test: ভারতের গোলাপি রহস্যের সমাধান অধরাই! আতঙ্কের অ্যাডিলেডে এবারও ভরাডুবি...



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)