Mohun Bagan | CFL 2023: পাঠচক্রকে উড়িয়েই লিগ অভিযান শুরু করল `নতুন সবুজ-মেরুন`
Mohun Bagan Starts CFL 2023 by beating Pathachakra: কলকাতা লিগের প্রথম ম্য়াচেই বড় জয় পেল মোহনবাগান। নৈহাটি স্টেডিয়ামে সুমিত রাঠিরা ৩-১ গোলে উড়িয়ে দিলেন পাঠচক্রকে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুরন্ত জয় দিয়েই কলকাতা লিগের (CFL 2023) অভিযান শুরু করল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। বুধবার বিকেলে মোহনবাগান লিগের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল পাঠচক্রের। নৈহাটি স্টেডিয়ামে সুমিত রাঠি, এনসন সিং ও টাইসন সিংয়ের সৌজন্যে 'নতুন সবুজ-মেরুন' ৩-১ গোলে উড়িয়ে দিল পাঠচক্রকে। 'নতুন সবুজ-মেরুন' শব্দবন্ধটির নেপথ্যে তাৎপর্য রয়েছে। এবার বিদেশিহীন কলকাতা লিগ। স্থানীয় প্রতিভা তুলে আনার জন্যই এই প্রথম কলকাতা লিগে বিদেশিরা ব্রাত্য। মোহনবাগান খেলাচ্ছে তাদের অনূর্ধ্ব-২৩ দল। একই পন্থা অবলম্বন করবে ইস্টবেঙ্গলও (East Bengal)। তারও নামাবে যুব দলই। ২০১৮ সালে শেষবার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। তারপর তিন বছর শহর সেরার লড়াইয়ে অংশ নেয়নি গঙ্গাপাড়ের শতাব্দী প্রাচীন ক্লাব। লিগে প্রত্যাবর্তন করেই দারুণ জয় পেল মোহনবাগান। তবে এদিন মোহনবাগানের যুব দলের খেলা দেখে একবারও মনে হয়নি যে, তাঁরা অনূর্ধ্ব-২৩। এদিন সকলের মধ্যেই খেলার বাড়তি তাগিদ লক্ষ্য করা গিয়েছিল। কারণ এই খেলোয়াড়রাই সিনিয়র দলের সাপ্লাই লাইন। সুমিত রাঠি, ফারদিন আলি মোল্লা, সুহেল আহমেদ ভাট, রাজ বাসফোরদের গড় বয়স ২২। এখানে ভালো পারফর্ম করলেই তাঁদের দরজা খুলে যাবে সিনিয়র দলের।
আরও পড়ুন: Emiliano Martinez: মেসিকে ছাড়াও আর্জেন্টিনা 'বাঘেদের দল'! বাগানের হৃদয় জিতে বলে গেলেন 'বাজপাখি'
এদিন ম্যাচের শুরু থেকেই পাঠচক্রের ঘাড়ের উপর চেপে বসেছিল মোহনবাগান। আক্রমণাত্মক ফুটবলই খেলেছেন সুমিত-টাইসনরা। গোল করাই নয় গোলের সুযোগ তৈরি করাতেও নজর কেড়েছে 'নতুন সবুজ-মেরুন'। এদিন মোহনবাগানের প্রথম গোলই চলে আসে দশ মিনিটের মাথায়। হেডে গোল করে তেকাঠিতে বল জড়িয়ে দেন সুমিত। এই গোলের নয় মিনিটের মধ্যে এনসন সিংয়ের গোলে ব্য়বধান বাড়ায় মেরিনার্স। প্রথমার্ধের ২০ মিনিটের মধ্যে দুই গোল খেয়ে যাওয়া পাঠচক্র তখনই ম্যাচ থেকে বেরিয়ে গিয়েছিল। বিরতির পর মোহনবাগানের খেলায় কোনও বদল দেখা না গেলেও, পাঠচক্রের দুরন্ত ডিফেন্সের জন্য মোহনবাগানের তৃতীয় গোল আসতে সময় লাগল ৮৯ মিনিট। টাইসনের নীচু করা শটে পাঠচক্রের কফিনে শেষ পেরেক পুঁতে দেয়। তবে মোহনবাগান ৩-০ গোলে ম্যাচ শেষ করতে পারত। তবে একেবারে অন্তিম লগ্নে পাঠচক্রের সুমন সরকারের একমাত্র গোলে খেলা শেষ হয় ৩-১ স্কোরলাইনে। মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরেই এটিকে সরিয়ে দেওয়ার কথা জানিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগান এখন মোহনবাগান সুপার জায়ান্ট। গতকাল মোহনবাগান ক্লাবে ঘুরে গিয়েছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। আর তারপর দিনই মোহনবাগান কলকাতা লিগে জয় পেয়ে গেল।
আরও পড়ুন: Mohun Bagan: অপেক্ষার অবসান, নতুন মরসুমের আগেই প্রকাশ্যে সবুজ-মেরুনের নতুন লোগো