Emiliano Martinez: মেসিকে ছাড়াও আর্জেন্টিনা 'বাঘেদের দল'! বাগানের হৃদয় জিতে বলে গেলেন 'বাজপাখি'
ত সময় গড়াচ্ছিল ততই যেন 'এমি...এমি' গগনভেদী চিৎকার বাড়ছিল। মোহনবাগান মাঠ না ভিলা পার্ক, বোঝার উপায় ছিল না বাইরে থেকে। মাঠের মধ্যেও ততক্ষণে ঢুকে পড়েছেন বহু মানুষ। ঠিক পাঁচটা কুড়ির সময়ে তিনি এলেন ক্লাবের সামনে।
জি ২৪ ঘণ্টা ডিজিট্যাল ব্যুরো: দেখতে গেলে সাড়ে চারটের সময় এমিলিয়ানো মার্টিনেজের আসার কথা ছিল মোহনবাগান মাঠে। বিকেল তিনটের কিছুটা পর থেকেই, শয়ে শয়ে বাগান সমর্থক এমি দর্শনের প্রত্যাশায় ভিড় জমিয়েছিলেন মোহনবাগান নবনির্মিত গেটের দু'ধারে। পেলে-মারাদোনা-সোবার্সের নামাঙ্কিত তোরণের উদ্বোধনের কথা এমির। একথা অনেক আগেই জেনে গিয়েছিলেন ফ্যানরা। পুলিস রীতিমতো হিমশিম খাচ্ছিলেন সমর্থকদের সামলাতে।
যত সময় গড়াচ্ছিল ততই যেন 'এমি...এমি' গগনভেদী চিৎকার বাড়ছিল। মোহনবাগান মাঠ না ভিলা পার্ক, বোঝার উপায় ছিল না বাইরে থেকে। মাঠের মধ্যেও ততক্ষণে ঢুকে পড়েছেন বহু মানুষ। ঠিক পাঁচটা কুড়ির সময়ে তিনি এলেন ক্লাবের সামনে।
ছয় ফুট চার ইঞ্চির বিশ্ববন্দিত গোলকিপার ফ্যানদের চোখের সামনে। গোলগলা সাদা টি-শার্ট ও ক্রিম রঙের হাফ প্যান্ট পরে সবুজ-মেরুন ক্লাবের দরজার সামনে নীল-সাদা দেশের ভুবনজয়ী যোদ্ধা। মুখে অনাবিল হাসি।
সবুজ ফিতে কেটে ভিতরে ঢুকে গেলেন তিনি। মোহনবাগান কর্মকর্তাদের সঙ্গেই ঘুরে দেখলেন ক্লাব। তোলা ছিল সংবর্ধনা ও সম্মানজ্ঞাপন। এরপর সাদা জার্সি বদলে গেল মোহনবাগানের জার্সিতে। এরপর এমি হুডখোলা গাড়ি করে পুরো মাঠ প্রদক্ষিণ করলেন। গলায় তিনি পরে নিয়েছিলেন দেশের পতাকা। এরপর প্রায় কানায় কানায় ভর্তি গ্যালারির উদ্দেশ্যে ফুটবল ছুড়ে দিলেন। মাঠে তখন এমি আর দিবুর নামে উঠছে জয়ধ্বনি।
কলকাতা পুলিসের ফ্রেন্ডশিপ কাপের উদ্বোধনও ছিল এমির অন্যতম কর্মসূচির মধ্যে একটি। এমি মঞ্চে এলেন। তাঁকে সংবর্ধনা দিলেন পুলিস কমিশনার বিনীত গোয়েল। আর এই মঞ্চে দাঁড়িয়েই এমি বলে দিলেন বিরাট কথা। সঞ্চালক তাঁর থেকে জানতে চেয়েছিলেন যে, ছাব্বিশের বিশ্বকাপে লিয়োনেল মেসিকে পাওয়া যাবে না। একটা কি ভয়ের কারণ হতে পারে আর্জেন্টিনার? মার্টিনেজ বললেন, তিনি ভয় পান না। মেসিকে ছাড়াও আর্জেন্টিনা 'বাঘের দল'। সবটা দিয়েই ঝাঁপাবেন তাঁরা। পাশাপাশি এমি কথা দিয়ে গেলেন, মেসি ও আর্জেন্টিনাকে নিয়েই তিনি ফের ভারতে আসবেন।
ঘণ্টাদেড়েক মোহনবাগানে থাকলেন এমি, তবে সমর্থকদের দিয়ে গেলেন আজীবনের উপহার। মারাদোনা, পেলের পদধুলিতে পুণ্য ক্লাবে পড়ল এমির পা। ইতিহাসের আরেক নাম মোহনবাগান। আর এই ক্লাব আরও একটা ইতিহাস লিখল। সাম্প্রতিক বিশ্বজয়ী আর্জেন্টিনা দলের কোনও প্লেয়ার এই প্রথম ভারতে পা রাখলেন। সৌজন্যে গঙ্গাপাড়ের শতাব্দী প্রাচীন ক্লাব।