জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডুরান্ডের ডার্বিতে হারের ধাক্কা কাটিয়ে দারুণ ভাবে ফিরল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপের প্রিলিমিনারি পর্বের ম্যাচে (AFC Cup 2023-24) মোহনবাগান ৩-১ গোলে হারিয়ে দিল নেপালের মাচিন্দ্রা এফসিকে (Mohun Bagan Super Giant vs Machhindra FC)।  জোড়া গোল করে জয়ের নায়ক হয়ে গেলেন আনোয়ার আলি। সুবজ-মেরুন চলে গেল দক্ষিণাঞ্চলের  প্লে-অফে। আগামী ২২ অগস্ট (মঙ্গলবার) বিকেল ৫টা ৩০ মিনিটে, বাংলাদেশের আবাহনী লিমিটেড ঢাকার বিরুদ্ধে খেলবেন জুয়ান ফেরান্দোর শিষ্য়রা। মোহনবাগান প্রথম থেকেই বলে আসছে যে, তাদের পাখির চোখ এই এএফসি কাপ। গতবার ইন্টার জোনাল সেমিফাইনালে হেরে গিয়েছিল মোহনবাগান। এবার বড় ব্যবধানে জয়ে দিয়েই এএফসি অভিযান শুরু করল মেরিনার্স।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: East Bengal: ময়দানে লাল-হলুদ মশাল জ্বলছে... ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল


এদিন শুরু থেকই আক্রমণাত্মক মেজাজে শুরু করেছি সবুজ-মেরুন। ম্যাচের এক মিনিটের মধ্যে চলে এসেছিল গোলের সুবর্ণ সুযোগ। হুগোর সেন্টার থেকে বক্সের মধ্যে গোল করার সুযোগ পেয়েও তিনি বল পাঠিয়ে দেন বাইরে। এরপর একাধিক গোলের সুযোগ নষ্ট করেন সাহাল ও অজি বিশ্বকাপার জেসন কামিন্স। প্রথমার্ধের ৩০ মিনিটের মধ্যে মোহনবাগানের ৩-০ গোলে এগিয়ে যাওয়ার কথা ছিল। তবে মাচিন্দ্রার গোলকিপার বিশাল শ্রেষ্ঠা এদিন যেন দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন তে-কাঠির নীচে। ৩৮ মিনিটে অবশেষে প্রথম গোল পায় মোহনবাগান। হুগো বুমোসের কর্নার থেকে আনোয়ার হেড করে গোল করে দলকে এগিয়ে দেন। তারপর ৪১ মিনিটে ফের আশিকের কাছে সুযোগ ছিল গোল করার। প্রথমার্ধে ১-০ এগিয়ে মাঠ ছাড়ে মোহনবাগান।


দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে মোহনবাগানকে ২-০ গোলে এগিয়ে দেন কামিন্স। অবশেষে বিশ্বাকাপার মুখ রাখলেন। মাঝমাঠ থেকে থাপার পাস ধরে একা বল টেনে উঠে গোল করেন কামিন্স। বাগানের জার্সিতে প্রথম গোলের স্বাদ পেলেন তিনি। ৭৮ মিনিটে এক গোল শোধ করেন ওলাওয়ালের ফ্রি-কিক থেকে মাচিন্দ্রা স্কোর ১-১ করে। ম্যাচের পর জোড়া গোলের নায়ক আনোয়ার বলেন যে, মোহনবাগানের জার্সিতে প্রথম গোলের স্বাদ পাওয়া তাঁর কাছে ঐতিহাসিক দিন। তিনি অত্যন্ত খুশি হয়েছেন। অন্যদিকে ফেরান্দো বলছেন যে, দলের অনেক ভুল ত্রুটি রয়েছে, যা শুধরেই তাঁদের আগামী দিনে এগিয়ে যেতে হবে। তবে পরপর ম্যাচ খেলা ভাবাচ্ছে তাঁকে। তবে আশিকের চোট নিয়ে চিন্তিত নন তিনি।


আরও পড়ুন: Mohammedan: 'সমর্থকরা এক টাকা করে দিলেও হয়'! মহামেডানকে আইএসএল খেলার পেপ-টক মমতার


মোহনবাগানের প্রথম একাদাশ: বিশাল কাইথ, শুভাশিস, হ্যামিল, আনোয়ার, অনিরুদ্ধ থাপা, গ্লেন, আশিক, সাহাল, হুগো বৌমস, জেসন কামিংস।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)