নিজস্ব প্রতিবেদন: মাঠে নেমেই ম্যাজিক দেখাতে শুরু করলেন সোনি নর্ডি। গোল পেলেন ক্রোমা। আই লিগের প্রস্তুতি ম্যাচে এফসিআইয়ের বিরুদ্ধে তিন গোলে জয় পেল মোহনবাগান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সিকিম গোল্ড কাপের পর বৃহস্পতিবারই ছিল সবুজ-মেরুনের প্রথম প্রস্তুতি ম্যাচ। দুই অর্ধে দুটো দল খেলান সঞ্জয় সেন। প্রথমার্ধ্বে আক্রমণভাগে খেলেন ডিকা আর ক্রোমা জুটি। মাঝমাঠে খেলেন অজ়ি মিডফিল্ডার দিয়েগো ফেরেইরা। ডিফেন্সে খেলেন কিংসলে। ক্রোমা-ডিকা জুটির তালমিল থেকেই আসে বাগানের প্রথম গোল। ক্যামেরুনের ডিকার পাস গোলে রাখতে ভুল করেননি ক্রোমা।


তবে ডিফেন্সিভ মিডফিল্ডা পজিসনে স্বচ্ছন্দে পাওয়া যায়নি ফেরেইরাকে। দারুণ পাসার। টাচও দুরন্ত। তবে একেবারেই স্ন্যাচার নয়। লুজ বল খেলতে পছন্দ করেন। তাই দিয়েগোর কাছ থেকে সেরাটা বের করে আনতে স্ট্র্যাটেজি বদলাতে হতে পারে সঞ্জয় সেনকে।


আরও পড়ুন - শূন্যে শরীর ভাসিয়ে অবিশ্বাস্য ক্যাচ, হৃদয় জয় হার্দিকের


দ্বিতীয়ার্ধে মাঠে নেমে পড়েন সোনি নর্ডি। মাঝমাঠে খেলেন ইউতা কিনাওয়াকি। সোনি-ইউতাদের পাশে নজর কাড়েন তরুণ শেখ ফৈয়াজ। বাগানের দ্বিতীয় গোলটা রেনিয়া ফার্নান্ডেজের। গোল পান সোনি নর্ডিও। সামনের সপ্তাহে এফসি গোয়া আর এফসি পুনে সিটির বিরুদ্ধে দু'টো প্রস্তুতি ম্যাচ খেলার কথা বাগানের। সঞ্জয় সেনের আশা লিগ অভিযান শুরুর আগেই দাঁড়িয়ে যাবে দল।