নিজস্ব প্রতিবেদন : ভারতীয় ফুটবলের ভবিষ্যত্ কী? আই লিগ- আইএসএল কোন পথে দুই লিগ মিলবে? আই লিগকে বাঁচাতে মোহনবাগান-ইস্টবেঙ্গলের সঙ্গে চেন্নাই সিটি এফসি, মিনার্ভা পঞ্জাব এফসি, চার্চিল ব্রাদার্স, নেরোকা এফসি, গোকুলাম কেরালা, আইজল এফসি সহ আই লিগের আটটি ক্লাব আগেই চিঠি দিয়েছে ফেডারেশন সভাপতি প্রফুল প্যাটেলকে। এবার ফেডারেশনের ওপর চাপ বাড়াতে সরাসরি এএফসিকে চিঠি পাঠাল মোহনবাগান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - আই লিগকে বাঁচাতে একজোট ইস্টবেঙ্গল-মোহনবাগান সহ আট ক্লাব


ভারতীয় ফুটবলের উন্নতির জন্য প্রস্তাবিত রোডম্যাপ কোন জায়গায় রয়েছে তা এএফসি-র কাছে জানতে চাইল মোহনবাগান। ২০১৭ সালের জুন মাসে কুয়ালালামপুরে ভারতীয় ফুটবলের সব পক্ষকে নিয়ে বৈঠক করেছিল এএফসি। তারপর ফিফা এবং এফসি প্রতিনিধিরা ভারতের বিভিন্ন ক্লাব ঘুরে গিয়েছেন। ভারতীয় ফুটবলের প্রস্তাবিত রোডম্যাপ নিয়ে তারা একটি রিপোর্টও পাঠায় ফেডারেশনের কাছে। কিন্তু তা প্রকাশ্যে আনেনি সর্বভারতীয় ফুটবল সংস্থা। তাতে কী আছে তা এখনও জানতেও পারেনি ক্লাবগুলো। এবার সেই রোডম্যাপ জানতে সরাসরি এশিয়ান ফুটবল কনফেডারেশনের দ্বারস্থ হল মোহনবাগান।