Piyali Basak | Annapurna Summit: ষড়যন্ত্রের শিকার পর্বতারোহী পিয়ালী বসাক, অভিযোগ বলজিৎ কৌরের বিরুদ্ধে
বলজিৎ কৌর এই শৃঙ্গজয় করতে গিয়ে মারা গিয়েছেন বলে গুজব রটেছিল কিন্তু কিন্তু রীতিমতো অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করা হয় এবং আপাতত তিনি ভর্তি আছেন কাঠমান্ডুর হাসপাতালে।
অর্কদীপ্ত মুখোপাধ্যায়: অন্নপূর্ণা শৃঙ্গ জয় করতে গিয়ে ষড়যন্ত্রের শিকার বাঙালি পর্বতারোহী পিয়ালী বসাক। অভিযোগের তীর সহ পর্বতারোহী বলজিৎ কৌরের দিকে। ৮০৯১ মিটারে শৃঙ্গ জয় করতে গিয়ে ৮০২০ মিটার পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন অক্সিজেন ছাড়াই। কিন্তু এরপরেই সহ অভিযাত্রীদের দিকে বিশেষ করে বলজিৎ কৌরের দিকে পিছন থেকে ছুরি মারার অভিযোগ করলেন পিয়ালী।
তিনি যাতে অক্সিজেন ছাড়া অন্নপূর্ণা শৃঙ্গ জয় করতে না পারেন তার ব্যবস্থাই নাকি করা হয়েছিল। অন্নপূর্ণা শৃঙ্গতে রয়েছে একাধিক ঝুলন্ত গ্লেসিয়ার। যেখানে দড়ির সাহায্যে পৌঁছতে হয় কিন্তু পিয়ালী এর কাছাকাছি পৌঁছে দেখেন যে এরকম কোনও দড়ির এখনও ব্যবস্থা করে রাখা হয়নি। ফলে দীর্ঘক্ষণ অপেক্ষা করে তাকে আবার ফিরে আসতে হয়েছিল ক্যাম্পে।
আরও পড়ুন: Wrestlers To PM Modi: 'মোদী মুখে তো মেয়ে বলেন, আমাদের Mann Ki Baat শোনার কি সময় আছে?'
ফেরার পরেও তাঁবুর বাইরে তীব্র তুষারঝড় এর মধ্যেও প্রায় ৪ থেকে ৫ ঘন্টা তাকে দাঁড়িয়ে থাকতে হয়। অবশেষে শের্পাদের অনুমতি নিয়ে তিনি ঢুকতে পান ভিতর। এর ফলে তার রীতিমতো শরীর খারাপ হয়, নাকে এবং গলায় তীব্র যন্ত্রণা শুরু হয়। এর পরের দিন অসুস্থ অবস্থাতেই ফের একবার তিনি সামিটের জন্য যাত্রা শুরু করেন এবং অবশেষে জয় করেন অন্নপূর্ণা। তবে পিয়ালীর আফসোস অক্সিজেন ছাড়াই তার অন্নপূর্ণা শৃঙ্গ জয় হতে পারত কিন্তু দেরি হওয়ার কারণে তা হয়ে ওঠেনি।
বলজিৎ কৌর এই শৃঙ্গজয় করতে গিয়ে মারা গিয়েছেন বলে গুজব রটেছিল কিন্তু রীতিমতো অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করা হয় এবং আপাতত তিনি ভর্তি আছেন কাঠমান্ডুর হাসপাতালে।
ফেডারেশানে এই নিয়ে ইতিমধ্যেই অভিযোগ করেছেন পিয়ালী। বাবার অসুস্থতার কারণে তাকে অন্নপূর্ণা শৃঙ্গ জয় করেই ফিরে আসতে হয়েছিল। বৃহস্পতিবার আবার তিনি বেরিয়ে পড়ছেন মাকালু শৃঙ্গ জয় করার উদ্দেশ্যে। যাওয়ার আগে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে তিনি আবেদন করেছেন যে তাকে আর্থিকভাবে যদি কোনও সহায়তা করা হয়।