ওয়েব ডেস্ক: এবারের আইপিএলে প্রথম ধোনি ধামাকা। মহেন্দ্র সিং ধোনির ব্যাট চললে, রেজাল্ট একটাই। তাঁর দল শেষপর্যন্ত জিতবে। শনিবার পুনেতে হলও তাই। মাত্র ৩৪ বলে অপরাজিত ৬১ রানের ইনিংস খেলে মহেন্দ্র সিং ধোনি আরও একবার বুঝিয়ে দিলেন, বিশ্বের সেরা ফিনিশার এখনও ফিনিশ হননি। বরং, মাহি আরও অনেক ম্যাচে মারতে থাকবেন। শেষ বলে চার মেরে যেভাবে ধোনি জেতালেন, সেই একই কাজ গত এক দশক ধরে তিনি করে আসছেন অবলীলায়। কীভাবে?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ব্যাটিংয়ে উন্নতি হয়েছে কিন্তু বোলিংয়ে আরও উন্নতি চান রায়না


ম্যাচের শেষে এই প্রশ্নের উত্তরে ধোনি বললেন 'কোনও রানরেটই বেশি নয়। বিষয় হল, প্রতিপক্ষ বোলার কেমন বল করছে। তাই, ওভারে, ৭, ৮, ৯ রানটা বড় কথা নয়। নিজেকে শান্ত রেখে ম্যাচ জেতাটাই আসল কথা।আজ মনোজও খুব ভালো খেলেছে। ও নিজে বেশি বল পায়নি সেট হওয়ার জন্য। তবুও দারুণ খেলল।' ধোনির এমন ধামাকাদার ইনিংস দেখার পর রাইজিং পুনে সুপারজায়ান্টের অধিনায়ক স্টিভেন স্মিথ বলেছেন, 'ধোনি এই কাজটাই দীর্ধদিন ধরে করে যাচ্ছে। আজ আবার করল। দারুণ। আমরা ঘরের মাঠে আরও চারটে এবং মুম্বইতে একটা ম্যাচ খেলব। এখন আমরা চার নম্বরে রয়েছি। আশা করছি আরও ভাল খেলে পয়েন্ট টেবলে এগিয়ে যাব।'


আরও পড়ুন  বোলারদের পারফরম্যান্সে হতাশ নাইট কোচ জাক কালিস