নিজস্ব প্রতিবেদন: চলতি আইপিএল-এ (IPL 2022) তিনি ‘গতির রাজা’ নাম আখ্যা পেয়েছেন। প্রতি ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) জার্সি গায়ে চাপিয়ে বাইশ গজে একনাগাড়ে আগুন ঝরিয়ে চলেছেন উমরান মালিক (Umran Mali)। এ বার ‘শ্রীনগর এক্সপ্রেস’-এর গতিময় ইয়র্কারের মুখে পড়েন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। তবে তরুণ উমরানের ঘাতক ইয়র্কার সামলে নেওয়ার পর চুপ থাকেননি টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অধিনায়ক। দাদা-র মতো উমরানকে দিলেন ভোকাল টনিক। সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সেই ভিডিও এই মুহূর্তে ভাইরাল।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রতি ম্যাচেই ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিবেগে বল করছেন তিনি। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধেও উমরানকে সেই মেজাজেই দেখা গেল। ম্যাচের দ্রুততম বল তিনি করলেন ধোনিকেই।



রবিবার একেবারেই ছন্দে ছিলেন না উমরান। প্রথম তিন ওভারে ৪০ রান দেন তিনি। ম্যাচের ১৯তম ওভারে ফের হাতে বল তুলে দেন কেন উইলিয়ামসন। তখন ব্যাট করছিলেন ধোনি। ঘণ্টায় ১৫৪ কিলোমিটার গতিতে ধোনিকে ইয়র্কার করেন উমরান। ধোনিও তৈরি ছিলেন। একেবারে মোক্ষম সময় ব্যাট নামান। এর আগে দ্রুত গতির ইয়র্কারে অনেক শুভমন গিল, ঋদ্ধিমান সাহা ও একাধিক ব্যাটারকে আউট করেছেন উমরান। তবে ৪০ বছরের ধোনির স্টাম্প উড়াতে পারলেন না।



এ বারের আইপিএল-এ প্রথম পাঁচ দ্রুততম বলের মধ্যে চারটিই উমরানের করা। অন্য এক বোলার হলেন গুজরাত টাইটান্সের লকি ফার্গুসন। ঘণ্টায় ১৫৩.৯ কিলোমিটার গতিতে বল করে দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের এই জোরে বোলার। এরপর তিনটি সর্বাধিক গতির বল উমরানের করা। সেগুলি হল যথাক্রমে ঘণ্টায় ১৫৩.৩, ১৫৩.১ ও ১৫২.৯ কিলোমিটার। চলতি আইপিএল-এ উমরানের বলের গড় গতিবেগ ঘণ্টায় ১৪৬ কিলোমিটার। ফলে বোঝা যাচ্ছে যে দলের পারফরম্যান্স যাই হোক, শ্রীনগর এক্সপ্রেস গতির সঙ্গে আপোষ করবেন না।


আরও পড়ুন: MS Dhoni, IPL 2022: কেন অধিনায়কত্ব ছাড়তে বাধ্য হলেন Ravindra Jadeja? বড় মন্তব্য করলেন ‘ক্যাপ্টেন কুল’


আরও পড়ুন: Sex Scandal, AIFF : মহিলা কর্মীকে শ্লীলতাহানি করার অভিযোগ থেকে ক্লিনচিট পেলেন ফেডারেশনের সচিব Kushal Das


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)