নিজস্ব প্রতিবেদন: হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আইপিএলে পর পর দুটো ম্যাচ খেলেননি মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা। আর এই ফিটনেস সমস্যার কারণেই অস্ট্রেলিয়া সফরের ভারতীয় দলে জায়গা হল না হিটম্যানের। তিন ফরম্যাটেই দলে নেই রোহিত। ফিটনেস সমস্যার কারণে জাতীয় দল থেকে বাদ পড়লেও, দুবাইয়ে মুম্বই ইন্ডিয়ানসের নেটে ব্যাট করতে দেখা গেল রোহিত শর্মাকে। এদিকে রোহিতকে বাদ দেওয়ায় ক্রিকেটপ্রেমীদের রোষের মুখে বিসিসিআই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 



 


ফিটনেসের কারণে অস্ট্রেলিয়া সফরের দল থেকে বাদ পড়েছেন রোহিত শর্মা। ঠিক তখনই দুবাইতে মুম্বইয়ের নেটে ব্যাট করতে দেখা গেল রোহিত শর্মাকে। হিটম্যান খুব তাড়াতাড়ি মাঠে নামবেন বলেই জানানো হয়েছে মুম্বই শিবিরের তরফেও।


 



 



 



 



রোহিত শর্মাকে মুম্বই ইন্ডিয়ানসের নেটে ব্যাট করতে দেখে বিসিসিআই-কে তীব্র আক্রমণ করে বসেছেন নেটিজেনরা। তাঁদের দাবি কোনও কারণ ছাড়াই হিটম্যানকে অস্ট্রেলিয়াগামী ভারতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে। কেউ কেউ তো বলছেন রোহিত বিসিসিআই-এর নোংরা রাজনীতির শিকার। যদিও বিসিসিআইয়ের তরফে বিবৃতিতে বলা হয়েছে যে বোর্ডের মেডিক্যাল টিম নজর রাখছে রোহিত শর্মার ওপরে।


আরও পড়ুন - অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা করল BCCI, দলে নেই রোহিত শর্মা