`অযোধ্যায় ঘুরে আসুন, গর্বিত বোধ করবেন`, PM Modi বললেন PV Sindhu র কোচকে!
এবার টোকিও অলিম্পিক্স থেকে ব্রোঞ্জ নিয়ে দেশে ফিরছেন ভারতের স্টার শাটলার সিন্ধু।
নিজস্ব প্রতিবেদন: ১৫ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi) আমন্ত্রণে তাঁর বাসভবনে বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টোকিও অলিম্পিক্সে যাওয়া ভারতীয় অ্যাথলিটরা। মোদীর সঙ্গে কথা হয় পিভি সিন্ধুর কোচ পার্ক তায়ে-সাংয়ের। মোদী তাঁকে অযোধ্যায় ঘুরতে যাওয়ার পরামর্শ দেন ওই অনুষ্ঠানে।
আরও পড়ুন: Virat Kohli: 'কোহলির মুখের ভাষা সবচেয়ে খারাপ!' তোপ প্রাক্তন ইংরেজ ক্রিকেটারের
এবার টোকিও অলিম্পিক্স থেকে ব্রোঞ্জ নিয়ে দেশে ফিরছেন ভারতের স্টার শাটলার। সিন্ধুর দুরন্ত ব্যাডমিন্টনের নেপথ্যে রয়েছেন দক্ষিণ কোরিয়ার কোচ পার্ক তায়ে-সাং। মোদী ওই অনুষ্ঠানে বলেন,"অযোধ্যার সঙ্গে দক্ষিণ কোরিয়ার বিশেষ সম্পর্ক রয়েছে। দক্ষিণ কোরিয়ার ফার্স্ট লেডি (কিম জং-সুক) বিশেষ অতিথি হিসেবে ভারতে এসেছিলেন একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনি অবশ্যই অযোধ্যায় ঘুরে আসুন। আপনার জানা উচিত কী ইতিহাস রয়েছে ওখানে। আপনি গর্বিত বোধ করবেন।" সিন্ধু তাঁর সঙ্গে মোদীর কথোপকথনের ভিডিয়ো নিজের টুইটারে শেয়ার করেছন। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এই সমর্থনের জন্য়।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)