ওয়েব ডেস্ক: শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার এবং টেস্ট ক্রিকেটে বিশ্বের সর্বোচ্চ উইকেটের মালিক মুথিয়া মুরলীথরন ধন্যবাদ জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। রবিবার নিজের ভাষণে, মুথিয়া মুরলীথরনের নাম নিয়েছিলেন মোদী। তিনি বলেছিলেন, 'ভারতীয় বংশদ্ভূত কিন্তু শ্রীলঙ্কাকে নিজের গুণের মাধ্যমে গর্বিত করেছেন যে সব তামিলরা, তাঁদের মধ্যে প্রথম সারিতে মুরলীথরন।' কিংবদন্তি স্পিনার রোমাঞ্চিত নরেন্দ্র মোদী তাঁর নাম নেওয়ায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন প্রভাসের বাহুবলী তো দেখলেন, এবার দেখুন মহেন্দ্র সিং ধোনির বাহুবলী


৪৫ বছর বয়সী এই স্পিনার বলেছেন, 'বিশ্বের সবথেকে বড় গণতন্ত্র ভারত। সেই দেশের প্রধানমন্ত্রী তাঁর ভাষণে আমার নাম নিচ্ছেন, সত্যিই আমি গর্বিত। আমাদের পূর্বপুরুষরা ভারতেই থাকত। শ্রীলঙ্কায় যাওয়ার পর আমি বোধহয় চতুর্থ কিংবা পঞ্চম প্রজন্ম। ভারতের সঙ্গে আমার নারীর টান যে আরও বেশি। কারণ, আমিও তো একজন দক্ষিণ ভারতের মেয়েকেই বিয়ে করেছি। ভারতের প্রধানমন্ত্রী যেমন আমার নাম নিয়েছেন, তেমনই আমাদের জাতির নাম করেছেন। গর্ব তো লাগবেই।'


আরও পড়ুন  পুনের কাছে হারের পর গ্লেন ম্যাক্সওয়েলকে একহাত নিলেন বীরেন্দ্র সেহেবাগ