কুলদীপ-চহল জুটিকে নেটে চাইছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ
ব্যাটে যেমন রানের আকাল, বোলিংয়েও দিকশূন্য অবস্থা- দুই বিভাগেই গো হারান হেরেছে মার্কর্যামের আফ্রিকা। তৃতীয় ম্যাচে ফিরতে তাই স্পিন প্রস্তুতি সব থেকে বেশি জোর দিতে চাইছেন আফ্রিকার ব্যাটিং কোচ। আর সেকারণেই ভারতের সেনসেশন স্পিন জুটিকে নেটে চেয়ে বসলেন মার্কর্যামদের স্যার ডেল বেনকেনস্টেইন।
নিজস্ব প্রতিবেদন: এ যেন কিম জং উনের অস্ত্রভাণ্ডার দেখতে চাইছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ আফ্রিকার ভারত দর্শন ঠিক তেমনই! সেঞ্চুরিয়ানে ভারতের দুই বিরাট অস্ত্র কুলদীপ-চহলকে পরখ করতে রিস্ট জুটিকে নেটে চাইছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ ডেল বেনকেনস্টেইন।
আরও পড়ুন- ২৫ সাল বাদ দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়ের লক্ষ্যে টিম ইন্ডিয়া
একদিনের সিরিজে দ্বিতীয় ম্যাচে লজ্জাজনক হারের পর আমলাদের মাস্টারমশাইয়ের অসহায় আত্মসর্পণ, "নেটে খেলা ছাড়া, ওদের (কুলদীপ-চহল) সামলানো আমাদের পক্ষে কঠিন।" ইমরান তাহির এবং শামসি- দক্ষিণ আফ্রিকা দলে এই দুই রিস্ট স্পিনার থাকলেও তাঁরা যে কুলদীপ-চহলের বোলিং ক্লাসের ধারের কাছেও নেই, সেকথা স্পষ্ট জানিয়েছেন বেনকেনস্টেইন।
আরও পড়ুন- নেতা এখনও ধোনিই, উইকেটকিপিংয়ের সঙ্গেই নির্দেশ বোলারদের, ভাইরাল ভিডিও
দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ দলের দুই স্পিনারকে নিয়ে বলেন,"তাঁরা (তাহির-শামসি) অবশ্যই রিস্ট স্পিনার। তবে ভারতীয়রা অনেক মন্থর গতিতে বল করেছে।" ২২ গজে তাহির এবং শামসি-র বোলিং লেন্থ এবং লাইন যে একেবারেই 'হিট দ্য ডেক' ছিল না, সেকথাও জানিয়েছেন তিনি।
ব্যাটে যেমন রানের আকাল, বোলিংয়েও দিকশূন্য অবস্থা- দুই বিভাগেই গো হারান হেরেছে মার্কর্যামের আফ্রিকা। তৃতীয় ম্যাচে ফিরতে তাই স্পিন প্রস্তুতি সব থেকে বেশি জোর দিতে চাইছেন আফ্রিকার ব্যাটিং কোচ। আর সেকারণেই ভারতের সেনসেশন স্পিন জুটিকে নেটে চেয়ে বসলেন মার্কর্যামদের স্যার ডেল বেনকেনস্টেইন।