মৈত্রেয়ী ভট্টাচার্য: হরিয়ানার পানিপথের ছোট্ট গ্রাম খান্ডরা থেকে উঠে এসেছেন নীরজ চোপড়া। কৃষক পরিবারের ছেলে নীরজ আজ অলিম্পিক্সে দেশের হয়ে সোনার ফসল ফলিয়েছেন। এই মুহূর্তে শুধু নীরজের নিজের গ্রামই নয়, পার্শ্ববর্তী গ্রামের মানুষ ও আত্মীয়-স্বজন সকলেই হাজির নীরজের বাড়িতে। রীতিমতো উৎসবের পরিবেশ সেখানে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোনা জয়ী ভাইপোর বাড়িতেই রয়েছেন তাঁর কাকা ভীম চোপড়া। ২৪ ঘণ্টাকে ফোনে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন তিনি। ভীম চোপড়া বলছেন, "নীরজের এই জয়ের আনন্দ আমি শব্দে প্রকাশ করতে পারব না। এতটাই খুশি হয়েছি। ওর সঙ্গে এখনও কথা বলতে পারিনি। আশা করি ও সময় পেয়েই ফোন করবে আমাদের। বাড়িতে এখন প্রচুর লোক। ভয়ঙ্কর একটা ব্যস্ততা চলছে। আমরা সবাই নীরজের ফেরার অপেক্ষায় আছি।" 


আরও পড়ুন: দেখুন ভিডিয়ো: PM Modi র ফোন Neeraj Chopra কে, 'সোনার ছেলে' জানালেন পরের টার্গেট


যেহেতু একদম ছোট থেকে নীরজকে দেখছেন তাঁর কাকা, তাই তিনি জানতেন যে, নীরজ অলিম্পিক্সে চমকে দেবেন। তিনি এ প্রসঙ্গে বলেন, "ছোট থেকেই নীরজ খেলাধুলোয় খুবই ভাল। বলতে গেলে ও এই অলিম্পিক্সের প্রস্তুতি ১০ বছর বয়স থেকেই নিতে শুরু করে দিয়েছিল। আমাদের পুরো ভরসা ছিল সোনা পাবে। আমার নিশ্চিত ছিলাম ও ভাল ফল করবে। কারণ নীরজ ভয়ঙ্ক পরিশ্রম করেই এই সাফল্য পেয়েছে।" নীরজের সোনালী সাফল্যে গোটা দেশে আজ খুশির হাওয়া। সত্যিই ৭ অগাস্ট ভারতীয় ক্রীড়ার ইতিহাসে সোনার হরফেই লেখা থাকবে। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)