জ্যোতির্ময় কর্মকার: টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) সোনা জয়ী নীরজ চোপড়া (Neeraj Chopra) ছোটবেলায় ছিলেন ভয়ঙ্কর দুষ্টু। তাঁর দস্যিপনায় জেরবার হয়ে গিয়েছিলেন বাড়ির লোক। নীরজের ছোটবেলার গল্পই শোনালেন তাঁর কাকা সুরেন্দ্র চোপড়া। শুনল জি ২৪ ঘণ্টা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: নেটিজেনরা বলছেন Neeraj 'সেক্সি অ্যান্ড স্যাসি'! তাঁর বিয়ের আপডেট দিলেন কাকা


'সোনার ছেলে' নীরজের স্কুল জীবনের প্রথম দিনই ছিল 'বর্ণময়'। কাকা বলছেন, নীরজ স্কুল না গিয়ে তাঁর স্কুল ব্যাগটিই ফেলে দিয়েছিলেন কুয়োর মধ্যে! আর তারপর স্থানীয় বাচ্চাদের সঙ্গে খেলায় মেতে ওঠেন নীরজ। সারাদিনই নীরজ স্কুল ভুলে খেলায় মেতেছিলেন। এই খবর পরে জানতে পারেন বাড়ির লোক। এমনকী নীরজ ছোটবেলায় খেতে অত্যন্ত ভালবাসতেন। ঘি-মাখন আর চুরমায় ডুবে থাকতেন পুরো। এমনকী মোটাসোটা নীরজকে একপ্রকার ধরে বেঁধেই জিমে পাঠানো হয়েছিল। জিমে যাওয়াটা নীরজের কাছে ছিল মানসিক অত্যাচারের মতো। যদিও জিমে গিয়েই পুরোপুরি বদলে যান নীরজ।


 
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)