ব্যুরো: ইস্টবেঙ্গল জার্সিতে বুধবারই অভিষেক হচ্ছে ক্রিস্টফার পেনের। লাজংয়ের বিরুদ্ধে নয়া বিদেশির আঠেরোজনের দলে থাকা নিয়ে কোনও সন্দেহ ছিল না। লাজং ম্যাচের শেষ মহড়ায় প্রথম একাদশে পেনকে রেখেই অনুশীলন করান মর্গ্যান। প্লাজার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল পেনকে। ফরওয়ার্ডে জোড়া বিদেশিকে খেলিয়ে বোঝাপড়াটা শানিয়ে নেন মর্গ্যান। আর এই ছবিটাতেই পরিস্কার নয়া বিদেশিকে বসিয়ে রেখে আর সময় নষ্ট করতে চাইছেন না সাহেব। বুধবার তাড়াতাড়ি গোলের খোঁজে শুরু থেকে  মাঠে নামানো হচ্ছে জোড়া বিদেশি স্ট্রাইকারকে। (শিলিগুড়িতে আই লিগে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ গোলশূন্য)



সিডনি ইউনাইটেড 58-এর হয়ে সদ্য ম্যাচ খেলে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছেন ক্রিস। ফিটনেসের দিক দিয়েও তাই খারাপ জায়গায় নেই এই বিদেশি। লালহলুদের টিম ম্যানেজমেন্ট আশা করছে দ্রুত ভারতের পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবেন মর্গ্যানের দেশের এই ফুটবলার।