নিজস্ব প্রতিবেদন: প্রথমে ছিল ৮ বলের ওভার। নিয়ম বদলে ওভারের দৈর্ঘ্য হয়েছিল ৬ বল। এবার সেই নিয়মের বদলে আসছে নয়া বিধি। জানা যাচ্ছে ২০২০-তে অনুষ্ঠিত হতে চলা একশো বলের ক্রিকেটে প্রতি ওভার হবে ৫ বলের। এখানেই শেষ নয়। ব্রিটিশদের মস্তিষ্ক প্রসূত এই খেলায় আরও এক নিয়মের কথাও ভাবা হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বিশ্বকাপ শেষ, কোথায় আছেন, কী করছেন মেসি?


নতুন নিয়মে একজন বোলার পরপর ২ ওভারও বল করতে পারবে। সেক্ষেত্রে ২২ গজের ২ প্রান্ত থেকেই বল করতে হবে তাকে। অর্থাত্ একটি ওভারের শেষে অন্য প্রান্ত থেকেই বোলিং শুরু হবে। 


উল্লেখ্য, ২০২০-র জুলাই থেকে ৮ দল নিয়ে একটি ঘরোয়া লিগ শুরু করবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। যার পোশাকি নাম 'দ্য হানড্রেড'। এখানে খেলা হবে নির্ধারিত ১০০ বলে। ওভার থাকবে ২০-ই।


আরও পড়ুন- বিরাট কোহলি সম্পর্কে 'পুরনো' বক্তব্যের 'নতুন' ব্যাখ্যা দিলেন কামিন্স!
 
টি-টোয়েন্টি ক্রিকেটের বাণিজ্যিকরণ বিশেষজ্ঞ ট্রেন্ট উডহিলের সঙ্গে আলাপ আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। প্রসঙ্গত, উডহিল এর আগে আইপিএল-র বেঙ্গালুরু দল এবং বিগ ব্যাশে মেলবোর্ন স্টারের জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করেছেন। একই সঙ্গে এই ২ দলের ব্যাটিং পরামর্শক হিসাবেও ছিলেন তিনি। 


শোনা যাচ্ছে, ইংল্যান্ডের এই লিগে জো রুট, বেন স্টোকস, জস বাটলারের মতো ব্রিটিশ তারকারাও খেলবেন। 


আরও পড়ুন- বিশ্বের সবচেয়ে দামি গোলকিপার এখন ব্রাজিলে