জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: মহিলাদের বিশ্বকাপের (FIFA Womens World Cup 2023) আগেই রক্তাক্ত হল নিউ জিল্যান্ডের (New Zealand) অকল্যান্ড (Aucland) শহর। অজ্ঞাত পরিচয় এক বন্দুকধারীর গুলিতে দু'জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ছ'জন। পালটা গুলি চালায় পুলিসও। অকল্যান্ড পুলিসের (Police) গুলিতে প্রাণ হারায় সেই বন্দুকধারাীও। স্থানীয় সময় সকাল সাতটা নাগাদ ঘটনাটি ঘটে বলে খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার অর্থাৎ ২০ জুলাই, ভারতীয় সময় দুপুর সাড়ে বারোটায় শুরু হয়েছে মহিলাদের বিশ্বকাপ ফুটবল। প্রথম ম্যাচে নরওয়ের সামনে নিউজিল্যান্ড। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল হবে ২০ অগস্ট। ফাইনাল অবশ্য হবে সিডনিতে। মহিলাদের বিশ্বকাপ ফুটবল হচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। 


আরও পড়ুন: IND vs PAK, Asia Cup 2023: তিনবার পাকিস্তানের বিরুদ্ধে লড়াই! উত্তেজনায় টগবগ করে ফুটছেন 'দ্য ওয়াল'


আরও পড়ুন: Antim Panghal VS Vinesh Phogat: এশিয়ান গেমসে কেন ফর্মে না থাকা ভিনেশ? প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দিলেন অন্তিম পাঙ্ঘাল


বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগে বন্দুকধারীর গুলিতে প্রাণহানির ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা বলতে নারাজ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স। তিনি জানান, এই ন্যক্কারজনক ঘটনা মহিলাদের বিশ্বকাপকে কোনও ভাবেই প্রভাবিত করবে না। আতঙ্কের ছায়া পড়বে না মেগা ফুটবল টুর্নামেন্টে। নির্দিষ্ট সময়ে এবং সূচি মেনেই বিশ্বকাপ হবে।


অকল্যান্ডের নির্মীয়মান একটি বাড়ির ভিতর থেকে এক অজ্ঞতপরিচয় ব্যক্তি গুলি চালায়। গুলির শব্দ শোনামাত্রই পুলিস পালটা গুলি চালায়। ওই নির্মীয়মান বাড়িটি থেকে বন্দুকধারীর নিথর দেহ উদ্ধার করা হয়। তবে সেই বন্দুকধারীর পরিচয় জানায়নি পুলিস। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)