ওয়েব ডেস্ক: আজই একদিনের ক্রিকেটে অভিযেক হল তাঁর। হার্দিক পাণ্ডিয়ার। ম্যাচের শুরুতে কপিল দেবের হাত থেকে পেয়েছিলেন ভারতীয় দলের টুপি। সেই সম্মাণ যে, তাঁকে কতটা প্রেরণা দিয়েছে, সেটা টের পাওয়া গেল মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই। মূলত তাঁর বলের দাপটেই নিউজিল্যান্ডের ইনিংস শেষ হয়ে গেল মাত্র ১৯০ রানে! সেটাও ৪৩.৫ ওভারে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন নিজের বেলায় বুঢ্ঢা হোগা তেরা বাপ, আর বাড়ির ধন্যি মেয়েরা বিয়ের পর থেকে যাক অন্তরালে!


এদিন ধর্মশালায় প্রথম একদিনের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টস জিতেছিলেন মহেন্দ্র সিং ধোনি। তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। গুপ্তিলকে নিজের প্রথম ওভারেই ফিরিয়ে দেন হার্দিক। গুপ্তিল করেন মাত্র ১২ রান। অন্য ওপেনার ল্যাথাম অবশ্য ৭৯ রান করেন। অধিনায়ক উইলিয়ামসন করেন মাত্র ৩ রান। রস টেলর খাতাই খুলতে পারেননি। অ্যান্ডারসন ৪, রোঞ্চি ০, নিসাম ১০, কেউই রান পাননি। টিম সাউদি শেষ বেলায় ৪৫ বলে ৫৫ রানের ইনিংস না খেললে আরও লজ্জায় পড়তে হতো কিউয়িদের। হার্দিকের তিন উইকেট ছাড়াও তিন উইকেট পেয়েছেন অমিত মিশ্রা। দুটো করে উইকেট পেয়েছেন উমেশ যাদব এবং কেদার যাদব।


আরও পড়ুন  সচিন-দীপা নিজেরা 'ভুল' করে সবাইকে আবারও শেখালেন, উপহার দেওয়ার নিয়ম