জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বকাপের পর তৃতীয় হারের মুখ দেখল প্যারিস সাঁ জাঁ (Paris Saint Germain)। এবার লিওনেল মেসি (Lionel Messi) ও কিলিয়ান এমবাপেহীন (kylian Mbappe) পিএসজি (PSG) বিপক্ষ মনাকোর (Monaco) কাছে ৩-১ গোলে হারতেই, দলের ড্রেসিংরুম থেকে একের পর এক নেতিবাচক খবর সামনে আসছে। এবং সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন নেইমার জুনিয়র (Neymar Jr)। মাঠে পারফর্ম করতে পারছেন না ব্রাজিলের (Brazil) পোস্টার বয়। অন্যদিকে মেজাজ হারিয়ে সতীর্থের গালে কষিয়ে দিচ্ছেন চড়! ক্লাবের স্পোর্টিং ডিরেক্টরের সঙ্গে জড়িয়ে যাচ্ছেন তর্কে। ফলে নেইমারকে নিয়ে পিএসজি-র অন্দরমহলে ক্ষোভ বেড়েই চলেছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মোনাকোর সঙ্গে পাত্তাই পায়নি মেসি-এমবাপ্পেহীন পিএসজি। একাদশে নেইমার অবশ্য ছিলেন। কিন্তু তাঁকেও ম্যাচে খুঁজে পাওয়া যায়নি। এর মধ্যেই আবার শোনা যাচ্ছে, হারের পর নাকি পিএসজির ড্রেসিংরুমের অবস্থাও খুব একটা ভালো নয়। ফরাসি পত্রিকা লে’কিপ-এর দাবি, ম্যাচের পর ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর (PSG Sporting Director) লুইস ক্যাম্পোসের (Luis Campos) সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে দুই ব্রাজিলিয়ান তারকা নেইমার ও মার্কিনিওসের (Marquinhos)।  


আরও পড়ুন: Real Madrid: আল হিলালকে হারিয়ে পঞ্চমবার ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতল রিয়াল মাদ্রিদ


আরও পড়ুন: Lionel Messi: মেসিহীন পিএসজির বিরুদ্ধে বড় জয় পেল মোনাকো


শুধু তাই নয়। লে’কিপের প্রতিবেদন অনুযায়ী, নেইমার ম্যাচের মধ্যেই পর্তুগিজ সতীর্থ ভিতিনিয়া (Vitinha) ও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হুগো একিতিকের (Hugo Ekitike) খেলা নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন। কারণ, ভিতিনিয়া ও একিতিকে নাকি তাঁকে পাস বাড়াচ্ছিলেন না। সেইজন্য ড্রেসিংরুমে ফিরে দু'জনের গালে চড়ও মেরেছেন নেইমার। তাঁর বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে। 


লিগ ওয়ানের শীর্ষে এখনও রয়েছে পিএসজি। কিন্তু দলের পারফরম্যান্স মোটেও আহামরি নয়। আর তাই ম্যাচের শেষে ড্রেসিংরুমে এসে ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোস ফুটবলারদের মানসিকতা ও আগ্রাসী মনোভাবের অভাব নিয়ে প্রশ্ন তোলেন।  তাঁর এমন অভিযোগ নেইমারের সঙ্গে কয়েকজন ফুটবলারের একেবারেই পছন্দ হয়নি। শোনা যাচ্ছে সেই সময় নেইমার ও মার্কিনিওস নাকি লুইস ক্যাম্পোসের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন! এমনটাই লিখেছে লে’কিপ। 


মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে পিএসজি। সেই ম্যাচে এমনিতেই কিলিয়ান এমবাপ্পের খেলা অনিশ্চিত। লিওনেল মেসিও ভুগছেন হ্যামস্ট্রিং সমস্যায়। সঙ্গে নেইমারের খারাপ ফর্ম নিয়ে দুশ্চিন্তা তো আছেই। এমন পরস্থিতির মধ্যে দলের ড্রেসিংরুমের এই অস্থির পরিবেশ হেড কোচ ক্রিস্টোফ গালটিয়ার চিন্তা আরও বাড়িয়েছে। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)