চোট সারিয়ে মাঠে ফিরেই গোল নেইমারের, জিতল ব্রাজিল
গত ফেব্রুয়ারিতে পিএসজি-র হয়ে মাঠে নেমে চোট পেয়েছিলেন নেইমার জুনিয়র।
নিজস্ব প্রতিবেদন : তিন মাসের বেশি সময় পর মাঠে নেমেই জ্বলে উঠলেন নেইমার জুনিয়র। করলেন দুরন্ত একটি গোলও। নেইমার-ফিরমিনোর গোলে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-০ গোলে হারাল তিতের ব্রাজিল।
আরও পড়ুন- অখ্যাত দেশের বিরুদ্ধেও হারতে হল বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে
গত ফেব্রুয়ারিতে পিএসজি-র হয়ে মাঠে নেমে চোট পেয়েছিলেন নেইমার জুনিয়র। অস্ত্রোপচার,রিহ্যাবের পরেও কিন্তু কোথাও যেন বিশ্বকাপে ফিট নেইমারকে পাওয়া নিয়ে একটা আশঙ্কা ছিল। রবিবারের প্রস্তুতি ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নেইমার মাঠে নামবেন সে ইঙ্গিত আগেই দিয়েছিলেন কোচ তিতে। কিন্তু অ্যানফিল্ডে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রথম একাদশে নেইমারকে রাখেননি তিতে। নেইমার মাঠে নামলেন বিরতির ঠিক পরেই। ফার্নানদিনহোর পরিবর্ত হিসেবে মাঠে নামার ২৩ মিনিটের মধ্যেই নেইমারের গোলে এগিয়ে যায় ব্রাজিল।
প্রথমার্ধে সমানে-সমানে লড়াই হলেও নেইমার মাঠে নামার পরেই খেলার রঙ বদলে যায়। নেইমারের গোলের পর একেবারে ম্যাচের শেষ লগ্নে ইনজুরি টাইমে রবার্তো ফিরমিনো গোল করে স্কোরলাইন ২-০ করেন।
বিশ্বকাপের প্রস্তুতিপর্বে ২-০ গোলে ক্রোয়েশিয়াকে হারাল ব্রাজিল। মাঠে নেমে গোল করে যেন কোচ তিতেকে অনেকটাই স্বস্তি দিলেন নেইমার। সেইসঙ্গে ব্রাজিলের ফুটবলপ্রেমীদের যাবতীয় আশঙ্কা দূর করলেন ওয়ান্ডার বয়। রাশিয়ায় জন্য যে তিনি প্রস্তুত রবিবার তার ইঙ্গিত যেন দিয়ে দিলেন সেলেকাওদের নাম্বার টেন।