অখ্যাত দেশের বিরুদ্ধেও হারতে হল বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে
বিশ্বকাপ জয়ের ব্যাপারে হট ফেভারিট দলের এমন অবস্থা কি অশনি সঙ্কেত দিচ্ছে?
নিজস্ব প্রতিনিধি : প্রথমে ব্রাজিল। এবার অস্ট্রিয়া। পর পর দুই হারে বিশ্বকাপের আগে জার্মানির আকাশে কালো মেঘ।
আরও পড়ুন- মাদারওয়েল এফসি ছেড়ে দেশজ ক্লাবে ধীরজ
ব্রাজিলের কাছে ১-০ গোলে হারের পর এবার অস্ট্রিয়ার বিরুদ্ধে ২-১ গোলে হারল গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আট মাস পর চোট কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন ম্যানুয়েল নুয়ের। জার্মানি শিবিরে ভাল খবর বলতে আপাতত এটুকুই। অস্ট্রিয়ার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচে নেমেছিল জার্মানি। যদিও এই ম্যাচগুলোকেই তো বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে ধরে যে কোনও দল। সেখানে বিশ্বকাপ জয়ের ব্যাপারে হট ফেভারিট দলের এমন অবস্থা কি অশনি সঙ্কেত দিচ্ছে? জার্মান কোচ জোয়াকিম লো বলছেন, 'এই ম্যাচ থেকে আমাদের প্রাপ্তি একটাই। ম্যানুয়েল নুয়ের আগের থেকে অনেক ফিট সেটা বোঝা গেল। এই ধরণের হারগুলো খুব বিরক্তিকর। প্রথমার্ধ্বে আমরা ভাল খেললাম। কিন্তু দ্বিতীয়ার্ধে নিজেদের ভুলে ডুবতে হল।'
আরও পড়ুন- ক্রুয়েফের ছদ্মবেশে ইনি কে? চিনে নিন ...
বিশ্বকাপের আগে টানা পাঁচটা ম্যাচে জয় পেল না জার্মানি। এদিকে, ৩২ বছর পর প্রতিবেশী দলের বিরুদ্ধে জিতল অস্ট্রিয়া। রাশিয়া বিশ্বকাপে অবশ্য বিশ্বফুটবলে 'অখ্যাত' অস্ট্রিয়াকে দেখা যাবে না। এদিন বৃষ্টির জন্য জার্মানি-অস্ট্রিয়া ম্যাচ নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা চল্লিশ মিনিট পর শুরু হয়। ১১ মিনিটে মেসুট ওজিল জার্মানির হয়ে প্রথম গোল করেন। তার পর ৫৩ ও ৬৯ মিনিটে দুটি গোল হজম করেন নুয়ের।