Neymar | FIFA World Cup 2022: `১০ মিনিট প্যারালাইজড ছিলাম`! চোখে জল আনবে নেইমারের বুক ভাঙা পোস্ট
Neymar: বিশ্বকাপ থেকে বিদায়ের পর নেইমার কিছু কথা না বলে আর থাকতে পারলেন না। বেছে নিলেন ইনস্টাগ্রাম। করলেন আবেগি পোস্ট। যা চোখে জল আনবে তাঁর ফ্যানদের। বুঝিয়ে দিলেন যে, এই বিদায় যন্ত্রণার ক্ষত দগদগে ঘায়ের মতো হয়ে গিয়েছে তাঁর কাছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিনি ট্র্য়াজিক নায়ক। তিনি নেইমার (Neymar)। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের (Brazil vs Croatia) এক্সট্রা টাইমে গোল করেও দলকে জেতাতে পারেননি ব্রাজিলের 'পোস্টার বয়'। টাইব্রেকারে ক্রোটদের কাছে হেরেই ব্রাজিল বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে (FIFA World Cup 2022)। যা মেনে নিতে পারেনি সারা বিশ্বের ব্রাজিল ফ্য়ানরা। ম্য়াচের পর অঝোরে কেঁদেছেন নেইমার। অলিম্পিক্সের সোনার পদক জয়ী পারলেন না বিশ্বকাপ স্পর্শ করতে। তবে তিনি পেরেছেন ইতিহাস লিখতে। জাতীয় দলের জার্সিতে ১২৪ ম্যাচ খেলে পেলের ৭৭ গোলের মাইলস্টোন স্পর্শ করেছেন পিএসজি স্টার। পেলের অবশ্য এই কীর্তি গড়তে লেগেছিল ৯২ ম্যাচ। পেলেকে স্পর্শ করার দিনেই অবশ্য কেঁদে ভাসাতে হল নেইমারকে। বিশ্বকাপ থেকে বিদায়ের পর নেইমার ইনস্টাগ্রামে এক আবেগি পোস্ট করলেন। যা ফ্য়ানদের চোখে জল আনবে।
আরও পড়ুন: Neymar, FIFA World Cup 2022: অবসরের ইঙ্গিত দিলেন নেইমার, ব্রাজিলের বিদায়ের পরেই ইস্তফা দিলেন তিতে
'আমি মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। এই হারই আমাকে সব চেয়ে বেশি আঘাত দিয়েছে। আমি ১০ মিনিট প্য়ারালাইজড ছিলাম। অবিরত কেঁদেছি। দুর্ভাগ্যবশত অনেক দিন এই আঘাত আমাকে আহত করবে। আমরা শেষ পর্যন্ত লড়াই করেছিলাম। এই কারণেই আমার সতীর্থদের জন্য গর্ব হয়। তাদের দায়বদ্ধতার কোনও অভাব ছিল না। এই দল, এই ব্রাজিল জয়ের যোগ্য ছিল। ভগবানের ইচ্ছায় এটা হয়নি! মাঠের মধ্যে সকলের আত্মত্যাগের দাম ছিল। এক আলাদাই অনুরাগ ছিল। জাতীয় দলকে যেভাবে আপনারা সমর্থন করেছেন, তার জন্য় ধন্যবাদ। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা পারিনি। ভগবানকে ধন্যবাদ দেব। তিনি সব দিয়েছেন। কোনও অভিযোগ নেই। ওপর থেকে আমাকে দেখেছেন। সব সম্মান এবং গৌরব তাঁর জন্য। পরিস্থিতি যাই হোক না কেন!
আরও পড়ুন: Pele | Neymar: মাঠে অঝোরে কাঁদছেন নেইমার, হাসপাতাল থেকে পেলে লিখলেন, 'তোমার জন্য রোজ গলা ফাটাই'!
২০১৪ এবং ২০১৮ সালের পর জীবনের তৃতীয় বিশ্বকাপ খেললেন নেইমার। তবে ২০২৬ বিশ্বকাপে তাঁকে হয়তো আর দেশের জার্সিতে নাও দেখা যেতে পারে। বিশ্বকাপে খেলার আগেই নেইমার তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে দিয়েছিলেন। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, 'কাতারে আমি শেষ বিশ্বকাপ মনে করেই খেলব। আমি এই নিয়ে বাবার সঙ্গে কথা বলব। আমাদের সবসময় ফুটবল নিয়ে কথা হয়। আমি প্রতিটি ম্যাচই শেষ ম্যাচ মনে করে খেলব। কারণ কেউ জানে না কাল কী হবে। আমি পরের বিশ্বকাপে খেলব কিনা, সে ব্যাপারে কোনও গ্যারান্টি দিতে পারছি না। আমি সত্যিই জানি না। হয়তো খেলতে পারি, আবার নাও পারি। আমাদের কোচ বদলে যাবে এই বিশ্বকাপের পর। আমি জানি না নতুন যিনি আসবেন, তিনি আমাকে পছন্দ করবেন কিনা! জাতীয় দলের সঙ্গে আমার দীর্ঘ ইতিহাস। আশা করি শেষটা ভালো ভাবেই করব।' দেখা যাক নেইমার ফের বিশ্বকাপ খেলেন কিনা! যদিও ক্রোটদের কাছে হেরে নেইমার বলেছেন, তাঁকে ভবিষ্যত নিয়ে ভাবতেই হবে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)