ওয়েব ডেস্ক : ভারত - অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় ম্যাচে বল গড়ানোর আগে নতুন বিতর্ক। নিজের স্বপ্নের একাদশে দুই ভারতীয় ক্রিকেটারকে রাখলেও বিরাট কোহলিকে বাদ দিলেন অসি অধিনায়ক স্টিভেন স্মিথ। ব্যক্তিগত বৈরি কি ম্লান করে দিল প্রতিভার স্বীকৃতিকে?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চলতি বছরের শুরুতে বিরাট কোহলি বলেছিলেন, ''অসিরা আমার বন্ধু নয়!'' কোহলির সেই মন্তব্য নিয়ে কম তোলপাড় হয়নি। কিন্তু, ১৭-ই সেপ্টেম্বর চেন্নাইতে প্রথম একদিনের ম্যাচের আগে ঝড় সাময়িক থামলেও ম্যাচে আম্পায়ারের একটি সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথকে উদ্দেশ্য করে অঙ্গভঙ্গী করতে দেখা যায় বিরাটকে। নতুন করে ঝড় ওঠে সোশাল মিডিয়ায়।


আরও পড়ুন- স্মিথের প্রতি বিরাট-বিদ্রূপ সোশ্যাল মিডিয়ায় দাবানল


এবার তারই রেশ ধরে নতুন বিতর্ক সোশাল মিডিয়ায়। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে খেলতে নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অসি অধিনায়ক স্টিভ স্মিথ। সেখানে তিনি তাঁর স্বপ্নের একাদশ ঘোষণা করেন। সেই দলে ভারতের পক্ষ থেকে স্থান পেয়েছেন অফস্পিনার হরভজন সিং ও সচিন তেন্ডুলকর। নেই বর্তমান টিমে থাকা বিরাট কোহলি সহ কোনও ক্রিকেটারের নামই।


তাঁর এই ঘোষণার পরই ফের সোশাল মিডিয়াতে গুঞ্জন শুরু হয়েছে, বিরাটের ''অসিরা আমার বন্ধু নয়'' মন্তব্যের জেরেই তাঁকে সেখানে রাখা হয়নি? যদিও স্মিথ পরিষ্কার জানিয়ে দেন, ''এর পিছনে কোনও বিশেষ উদ্দেশ্য নেই।'' ভারতের বর্তমান দলের ক্রিকেটাররা খুব ফিট বলেও জানান স্মিথ। অসি অধিনায়ক বলেন, ''আমাদের সঙ্গে ভারতের ক্রিকেটীয় লড়াই অনেকদিনের। ভারতের মাটিতে খেলতে এসে সিরিজ জিতে ফেরাই প্রধান উদ্দেশ্য আমার।''