নিজস্ব প্রতিনিধি : কারফিউয়ের জন্য ম্যাচ বন্ধ হয়ে গিয়েছিল মাঝপথে। তাও সেমিফাইনালের ম্যাচ। উইম্বলডনের ইতিহাসে এমন কাণ্ড আগে হয়েছে কি না মনে করতে পারছিলেন না টেনিস বিশারদরা। তিন সেট পর্যন্ত হওয়া ম্যাচে রাফায়েল নাদালের বিরুদ্ধে দুই সেটে জিতে এগিয়ে ছিলেন তিনি। সেই ম্যাচ শুরু হল আজ আবার। ঠিক সেখান থেকেই যেখানে শেষ হয়েছিল। তাতে স্প্যানিশ তারকা নাদালকে হারালেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  থাইল্যান্ড ওপেনের ফাইনালে সিন্ধু


পাঁচ ঘন্টা ১৪ মিনিটের লড়াইয়ের পর জিতলেন জোকার। ৬-৪, ৩-৬, ৭-৬, ৩-৬, ১০-৮ এ জিতলেন তিনি। কাল ফাইনালে কেভিন আন্ডারসনের বিরুদ্ধে খেলবেন জকোভিচ। ম্যাচ জিতে জোকার বলছিলেন, ''এই জয়ের অনুভূতি বুঝিয়ে বলা সম্ভব নয়। গত পনেরো মাসে অনেক ওঠা-পড়ার মধ্যে দিয়ে এসেছি। এখানে আসার পর থেকে ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে এগিয়েছি। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়কে হারিয়ে ফাইনালে উঠলাম। তাও জীবনের সবথেকে দীর্ঘতম ম্যাচ খেলে। এই জয়টা আমার কাছে খুব স্পেশাল। একদম শেষ পর্যন্ত লড়াই চলল।'' 


আরও পড়ুন-  ‘আমাকে আশীর্বাদ করুন, আমি দেশকে আরও এগিয়ে নিয়ে যাব’


ফাইনালে সামনে আন্ডারসন। জোকার বলছিলেন, ''আমার কাছে ফাইনালে ওঠাটাই অনেক বড় ব্যাপার। চোট, অফ ফর্ম নিয়ে গত কয়েক মাসে আমার উপর দিয়ে ঝড় বয়ে গিয়েছে। দুঃসময় কাকে বলে আমি দেখেছি। সেই কঠিন সময় কাটিয়ে ফেরাটাই আমার কাছে চ্যালেঞ্জ ছিল। ফাইনালে আমরা দুজনেই জেতার জন্যই খেলব। তবে আমি উইম্বলডনের ফাইনালে উঠেছি। এটাই শেষ কথা। নিজের বিরুদ্ধে নিজে লড়াই করে জিতলাম যেন।''