জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: শুরু হয়ে গিয়েছে বছরের প্রথম গ্র্য়ান্ড স্ল্য়াম অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open 2024)। টেনিসের ঐতিহ্য়বাহী টুর্নামেন্টে সাক্ষী থাকল এক বিরল দৃশ্যের। গত বৃহস্পতিবার রড লেভার এরিনায় প্রদর্শনী টেনিস ম্য়াচ খেললেন নোভাক জকোভিচ ও স্টিভ স্মিথ (Steve Smith)। ২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী জকোভিচ মুগ্ধ হয়েছেন অজি ক্রিকেট নক্ষত্রের টেনিস দক্ষতায়। 'এ নাইট উইথ নোভাক অ্যান্ড ফ্রেন্ডস' (A Night With Novak and Friends) ইভেন্টে সার্বিয়ান টেনিস কিংবদন্তির বন্ধুর তালিকায় ছিলেন অজি জিমন্য়াস্ট জর্জিয়া গডউইনও (Georgia Godwin)। তবে স্মিথ একাই লাইমলাইট কেড়ে নিলেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Babar Azam: তাঁর দুরন্ত ইনিংস পেল না দাম, তবুও ফের 'বাবরনামা' পাক নক্ষত্রের!




খেলার একটি ঘটনার কথা বলতেই হবে। জকোভিচ একটি স্ট্রেইট সার্ভ করেছিলেন স্মিথকে লক্ষ্য় করে। স্মিথ পিছিয়ে গিয়ে তাঁর পাল্টা দেন। বল পড়ে কোর্টের মধ্য়েই। যা দেখে থ হয়ে যান জকোভিচও। একমুখ হাসি নিয়েই জকোভিচ করতালিতে সাধুবাদ জানান স্মিথকে। এখানেই শেষ নয়। জকোভিচ কুর্নিশও জানান স্মিথকে। এরপর জকোভিচও ব্য়াট হাতে নিজেকে পরখ করেছিলেন। কিন্তু তিনি ব্য়র্থ হন। ফলে ব্য়াট ফেলে আবার ব়্য়াকেট তুলে নেন। সেটা নিয়েই খেলেন ক্রিকেট। স্মিথের বলে হাঁকিয়েছেন ছক্কাও! তিন ম্য়াচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া নিজেদের ঘরের মাঠে, পাকিস্তানকে চুনকাম করেছে। সেই সিরিজ খেলেছেন স্মিথ। আপাতত তিনি ব্য়স্ত বিগ ব্য়াশ লিগে।


গতবছর সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে জকোভিচের ঝুলিতে আসে ২৪ নম্বর গ্র্যান্ড স্ল্যাম! গ্র্যান্ড স্ল্যাম জেতাটাকে যিনি জলভাতের মতো করে ফেলেছেন। ড্যানিল মেদভেদেভকে৬-৩, ৭-৬ (৫), ৬-৩ হারিয়ে তিনি জিতেছিলেন যুক্তরাষ্ট্র ওপেন। চতুর্থ ফ্লাশিং মেডোজ খেতাব এল সার্বিয়ান সুপারস্টারের। জকোভিচ তাঁর বর্ণময় কেরিয়ারে ১০ বার জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন। এবার তাঁর পাখির চোখ এগারো নম্বর খেলাবে। আগামী রবিবার জকোভিচের অস্ট্রেলিয়া ওপেনের অভিযান শুরু হচ্ছে। প্রথম রাউন্ডে গতবারের চ্যাম্পিয়নের প্রতিদ্বন্দ্বী ডিনো প্রিজমিক।


আরও পড়ুন: WATCH: ছিলেন ভাইয়ের বিয়েতে, সোজা হেলিকপ্টারে স্টেডিয়ামে! নেটপাড়ায় ঝড় তুলল ভিডিয়ো


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)