ওয়েব ডেস্ক: সোমবারই রেকর্ড ১৬,৩৪৭.৫০ কোটি টাকার বিনিময়ে আগামী পাঁচ বছরের জন্য আইপিএলের সম্প্রচার সত্ত্ব পেয়েছে স্টার ইন্ডিয়া । আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা ধরনের কথা। কারণ, গত ১০ বছর ধরে তো আইপিএল ভারতীয়দের কাছে একটা নেশা। ইতিমধ্যে স্টার ইন্ডিয়া পরিষ্কার করে জানিয়েও দিয়েছে যে, তারা আইপিএল-কে দেখাবে সিরিয়াস ক্রিকেট প্রতিযোগিতা হিসেবেই। অর্থাত্, এতদিন সেট ম্যাক্সে আইপিএল যেমন গ্ল্যামারের ছোঁয়া দিয়ে দেখানো হতো, তেমনটা মোটেই হবে না এবার থেকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন স্টার যা বলছে, তাতে তো আপনার আইপিএল দেখাই বদলে যাবে!


সোশ্যাল মিডিয়ায় আইপিএল নিয়ে এখন একটি মজার কথা খুব চলছে। বলতে পারেন ভাইরাল হয়ে গিয়েছে। আইপিএল সেট ম্যাক্সে দেখা না গেলে তাহলে তারা দেখাবে কী! এই বিষয়ে মজা করে অনেকেই বলছেন, 'ওই চ্যানেলে সূর্যবংশম ফিল্মটা আরও বেশি করে দেখানো হবে'! কেউ কেউ বলছেন, 'আইপিএলের সম্প্রচার সত্ত্ব পেল স্টার ইন্ডিয়া। আর ওই সোনি সম্প্রচার সত্ত্ব পেল সূর্যবংশম ফিল্মের !' বিষয়টি সোশ্যাল মিডিয়ায় লোকের মুখে মুখে ঘুরছে। মজা করেই।


আরও পড়ুন  বুধবার ভারতের বিরুদ্ধে টি২০ ম্যাচে শ্রীলঙ্কা দলে চমক!