বুধবার ভারতের বিরুদ্ধে টি২০ ম্যাচে শ্রীলঙ্কা দলে চমক!
![বুধবার ভারতের বিরুদ্ধে টি২০ ম্যাচে শ্রীলঙ্কা দলে চমক! বুধবার ভারতের বিরুদ্ধে টি২০ ম্যাচে শ্রীলঙ্কা দলে চমক!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/09/05/92795-srilanka5-9-17.jpg)
ওয়েব ডেস্ক: প্রথমে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ। এরপর পাঁচ ম্যাচের একদিনের সিরিজেও ফের হোয়াইটওয়াশ। এবার বাকি শুধু একটা টি২০ ম্যাচ। সেটা বুধবার হবে প্রেমদাসা স্টেডিয়ামে। আর ওই ম্যাচটা ভারত জিতলেই, শ্রীলঙ্কাকে করা যাবে গোটা সফরে পারফেক্ট হোয়াইটওয়াশ। অবশ্য বিপক্ষ দলও বসে নেই। কারণ, শ্রীলঙ্কাও চাইছে, সিরিজে অন্তত একটি ম্যাচে জিততে। আর টি২০ ক্রিকেটে অঘটন ঘটানো সম্ভব। বুধবারের টি২০ ম্যাচের জন্য শ্রীলঙ্কা দলে ডাক পেয়েছেন, অলরাউন্ডার দাসুন সনাকা এবং লেগ স্পিনার জেফ্রি ভান্দারসে। দলের অধিনায়ক অবশ্য থাকছেন উপুল থরাঙ্গাই। তিনি বলেওছেন, 'অধিনায়কত্ব ছাড়ার কোনও প্রশ্নই নেই। আমরা শুধু এই সিরিজেই নয়, গত দু'বছর ধরে জঘন্য খেলে যাচ্ছি। তাই আমাদের সবাইকে বসে সঠিক পরিকল্পনা করতে হবে। যাতে আগামী দিন আমরা সাফল্যের রাস্তা খুঁজে পাই।'
আরও পড়ুন এক দশক পর অনুতাপ প্রকাশ করলেন জিনেদিন জিদান
এক নজরে দেখে নেওয়া যাক, একটি টি২০ ম্যাচের শ্রীলঙ্কা দল - উপুল থরঙ্গা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুজ, নিরোসান ডিকওয়ালা, দিলশান মুনাবীরা, দাসুন সনাকা, মিলিন্দা শ্রীবর্ধনে, হাসারাঙ্গা, আকিলা ধনঞ্জয়, জেফ্রি ভান্দারসে, ইসুরু উড়ানা, সিকুগে প্রসন্ন, থিসারা পেরেরা, লসিথ মালিঙ্গা, লাকমল এবং ভিকুম সঞ্জয়।
আরও পড়ুন বিশ্বকাপের যোগ্যতা অর্জনের আশা জিইয়ে রাখল নেদারল্যান্ডস