নিজস্ব প্রতিবেদন: ওড়িশা সরকারের সঙ্গে আর্থিক সাহায্যের ইস্যুতে এবার সরাসরি সংঘাতে জড়িয়ে গেলেন ভারতীয় অ্যাথলিট দ্যুতি চাঁদ। ঘটনার সূত্রপাত কয়েকদিন আগেই .. যখন অলিম্পিক প্রস্তুতির জন্য পর্যাপ্ত অর্থ না থাকায় নিজের পছন্দের বিএমডব্লিউ গাড়িটাই বিক্রি করে দিতে চলেছেন বলে জানান দেশের এক নম্বর স্প্রিন্টার দ্যুতি চাঁদ। দ্যুতিকে পর্যাপ্ত সাহায্য করা হয়েছে বলে দাবি করে ওড়িশা সরকার।    কিন্তু তাদের দাবি মিথ্যে বলছেন দ্যুতি চাঁদ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৮ সালে এশিয়ান গেমসে সোনাজয়ের পর তিন কোটি টাকা ছাড়া আর কোনও আর্থিক সাহায্য করেনি ওড়িশা সরকার এমনই দাবি দ্যুতি চাঁদের। দ্যুতি চাঁদের এই অভিযোগকে সরাসরি উড়িয়ে দিয়েছে ওড়িশা সরকার। তাঁদের দাবি, ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত দ্যুতিকে ৪.০৯ কোটি টাকা রাজ্য সরকারের তরফে সাহায্য করা হয়েছে।


ইতিমধ্যেই ভুবনেশ্বরের ট্রেনিং শুরু করেছেন তিনি। একদিকে ফিজিক্যাল ট্রেনিং সঙ্গে ট্র্যাকে নেমে নিজেকে ঝালিয়ে নেওয়া। কিন্তু তাতেও ভালো করে ট্রেনিং করা হচ্ছে না। টোকিও অলিম্পিকের ঠিক এক বছর বাকি। অবস্থা স্বাভাবিক হলে বিদেশে গিয়ে ট্রেনিং করার ইচ্ছে রয়েছে তাঁর।


আরও পড়ুন - বর্ণবৈষম্যের বিরুদ্ধে গর্জে উঠলেন দু প্লেসি, দিলেন কড়া বার্তা