নিজস্ব প্রতিবেদন: ম্যাঞ্চেস্টারে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে মাঠের মধ্যে অক্রিকেটিয় ভাষা ব্যবহারের জন্য ম্যাচ ফির ১৫% কাটা গিয়েছে ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডের। পাকিস্তানের ইয়াসিরকে আউট করার পর এমন কিছু কথা বলেছিলেন ব্রড যা ক্রিকেটের আইন লঙ্ঘন করেছিল। এরপরই ম্যাচ রেফারি স্টুয়ার্ট ব্রডের বাবা ক্রিস ব্রড স্বয়ং এই সিদ্ধান্ত নেন। ম্যাচ ফি জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন স্টুয়ার্ট ব্রড। দু'বছরের মধ্যে এই নিয়ে তৃতীয় ভুল করলেন ইংল্যান্ড পেসার।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিকে ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা হওয়ার পর ইংল্যান্ডের বার্মি আর্মির এক টুইটের প্রেক্ষিতে জবাবে স্টুয়ার্ট ব্রড লিখলেন, "তিনি ক্রিসমাস কার্ড এবং গিফটের তালিকা থেকে বাদ।"


 


আরও পড়ুন - IPL-এ ডাক পাননি; অবসাদে আত্মহত্যা তরুণ ক্রিকেটারের!