জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাঁ-হ্য়ামস্ট্রিংয়ে চোটের কারণে শ্রীলঙ্কা সিরিজে খেলা হচ্ছে না ইংল্য়ান্ড অধিনায়ক বেন স্টোকসের (Ben Stokes)। তিনি মাঠের বাইরে যাওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন সহ-অধিনায়ক অলি পোপ ( Ollie Pope)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি তিন ম্য়াচের টেস্ট সিরিজের ( England vs Sri Lanka Test Series 2024) প্রথম দুই টেস্টে (ম্য়াঞ্চেস্টার ও লন্ডন) পোপ রানের দেখা পাননি। যদিও তাঁর টিম প্রথম দুই টেস্টেই বড় ব্য়বধানে জিতে সিরিজ এখনই পকেটে পুরে ফেলেছে। 


আরও পড়ুন: 'অনেক বয়স হল, এবার বিয়ে করো', স্ত্রীই ফেরাতে পারবেন ফর্ম! পরামর্শ পাক কোচের


রান না পাওয়ায় পোপকে নিয়ে বিস্তর সমালোচনা শুরু হয়ে যায়। তবে পোপ এবার সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন। কেনিংটন ওভালে চলতি তৃতীয় টেস্টেই পোপ কামাল করেছেন। ব্রিটিশরা প্রথম ইনিংসে করেছিল ৩২৫ রান। আর এই রানের ভিতরে পোপের ব্য়াট থেকেই এসেছে ১৫৪ রান! এখানেই শেষ নয়, পোপ এই টেস্টে এমন এক রেকর্ড করেছেন যা, ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে কখনও হয়নি! ডন ব্র্যাডম্যান থেকে সচিন তেন্ডুলকরও কখনও তা করতে পারেননি। 


কী করলেন পোপ? পোপ বিশ্বের প্রথম ব্য়াটার হিসেবে কেরিয়ারের ৭টি টেস্ট সেঞ্চুরিই করলেন সাতটি ভিন্ন দেশের বিরুদ্ধে! যা আগে কখনও হয়নি। পোপ জীবনের প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন ২০২০ সালে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৩৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। এর ঠিক দুই বছর পর তাঁর দ্বিতীয় টেস্ট শতরান। নিউ জিল্য়ান্ডের বিরুদ্ধে খেলেছিলেন ১৪৫ রানের ইনিংস। পোপের চতুর্থ টেস্ট সেঞ্চুরি পাকিস্তানের বিরুদ্ধে। ১০৮ করেছিলেন রাওয়ালপিণ্ডিতে। পঞ্চম টেস্ট সেঞ্চুরি পোপ করেন আয়ারল্য়ান্ডের বিরুদ্ধে । ২০৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এরপর তাঁর লাল বলের ক্রিকেটে ষষ্ঠ সেঞ্চুরি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ১২১ রান করেছিলেন তিনি। পোপের সপ্তম টেস্ট সেঞুরি এল এবার।
 
এবার একটু ইংল্য়ান্ড-শ্রীলঙ্কা সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টে চোখ রাখা যাক। ব্রিটিশদের প্রথম ইনিংসে করা ৩২৫ রানের জবাবে ধনঞ্জয় ডি সিলভারা ২৬৩ রান তুলতে সমর্থ হয়েছিল। দ্বিতীয় ইনিংসে ইংল্য়ান্ড ২ উইকেট হারিয়ে ৩৫ রান তুলেছে। ৯৭ রানে ইংল্য়ান্ড। প্রতিবেদন লেখার সময়ে পর্যন্ত এই স্কোর লাঞ্চ বিরতিতে।


আরও পড়ুন: ১৬ চার ৫ ছক্কায় ১৮১, সচিনকে ছাপিয়ে গেলেন মুশির! দলীপ দেখল তরুণের স্পর্ধা


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)